সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন
মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুল আলম-এর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ১৪ আগস্ট সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হিমাংশু রঞ্জন তালুকদার এবং সদস্য মো. আবুল খায়ের। এই অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট। তারা অভিযোগে উল্লেখ করেন, বিদ্যালয়টি হাওর অধ্যুষিত সুবিধাবঞ্চিত এলাকার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। এলাকার শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রায় ৩০ বৎসর আগে এই বিদ্যালয়টি স্থাপন করা হয়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুল আলমের অনিয়ম দুর্নীতি, অর্থ আত্মসাত, মাসের পর মাস অনুপস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তারা আরও উল্লেখ করেন, প্রধান শিক্ষক মিছবাহুল আলম বিদ্যালয় হতে প্রায় ৬০/৭০ কি. মি. দূরবর্তী সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার স্থায়ী বাসিন্দা। প্রতিদিন নিজ বাসা থেকে নিয়মিত পাঠদান অসম্ভব বিধায় তিনি অনুপস্থিত থাকেন মাসের পর মাস। তার অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণও দিনের পর দিন পাঠদান হতে বিরত থাকেন। ফলে মাসের অধিকাংশ সময়ে বিদ্যালয়টি শিক্ষকশূন্য অবস্থায় তালাবদ্ধ থাকে। এতে কেমালমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছে। অভিযোগে তারা উল্লেখ করেন, হাওর অধ্যুষিত ভাটি এলাকার প্রায় ৩০ (ত্রিশ) টি গ্রামের মধ্যে আর কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় উক্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় শতাধিক। বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর মাসিক বেতন, ভাতা, বাৎসরিক সেশন ফি, পরীক্ষার ফি, উপবৃত্তির টাকা ও অন্যান্য আয় বাবদ বাৎসরিক প্রায় ৮/১০ লক্ষ টাকা বিদ্যালয়ের তহবিলে নিয়মিত জমা হয়। কিন্তু প্রধান শিক্ষক মিছবাহুল আলম বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকেই কোন ধরনের হিসাব নিকাশ ব্যতিরেকে বছরের পর বছর এই টাকা আত্মসাৎ করে চলেছেন। এই বিষয়ে চলতি বছরের জুলাই মাসে মাসিক মিটিংয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে বিদ্যালয়ের সার্বিক আয়-ব্যয়ের হিসাব নিরূপণের জন্য একটি কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটির নিকট প্রধান শিক্ষক কোন ধরনের হিসাব-নিকাশ বা আয়-ব্যয়ের নথিপত্র উপস্থাপন করেননি। এই প্রধান শিক্ষক বিদ্যালয়ের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাত করেছেন। বিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্তপূর্বক প্রধান শিক্ষক মিছবাহুল আলমের নিকট হতে সমুদয় টাকা উদ্ধার করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষক মিছবাহুল আলমকে অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষ মিছবাহুল আলমের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি অভিযোগ পেয়েছি। আগামী সপ্তাহে তদন্তে যাবো। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আমি মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুল আলমের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ