শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু’র সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের পরিচালনায় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডিএলজি জামান চৌধুরী, জয়কলস ইউপি সদস্য তৈয়বুন নেছা, জয়কলস উজানীগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক আলীমুল ইসলাম, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি