সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি সুরমার ঘাটে ঘাটে ময়লার ভাগাড় আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষকের নামে ধর্মপাশা থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। ধর্মপাশা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. কাউছার মিয়া। পঞ্চম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীটি অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ক্লাস শুরুর আগে ও বিদ্যালয় ছুটির পরে প্রায় ছয় মাস ধরে তৃতীয় শ্রেণির কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছারের কাছে প্রাইভেট পড়ে আসছিল। গত ২৬ অক্টোবর রবিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর ছাত্রীটি ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষ হলে ভুলবশতঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষার গাইড বইটি সেখানে ফেলে রেখে সে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আসার পর গাইড বইটির কথা মনে হলে ওইদিন বিকেল সোয়া চারটার দিকে সে বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির কক্ষে যায়। ওই ছাত্রীটিকে একা পেয়ে ওই শিক্ষক নানাভাবে কথার জালে ফাঁসিয়ে জোর করে তার দুইহাত ধরে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। তখন ওই ছাত্রীটি নিজেকে ছাড়িয়ে নিয়ে সে দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে ওই ছাত্রীটির মা ঘটনাটি তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে বুধবার রাতে এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাউছার মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সাজানো ও পূর্ব পরিকল্পিত। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। বুধবার রাত ১টার দিকে মামলার আসামি শিক্ষক মো. কাউছার মিয়াকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা