ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষকের নামে ধর্মপাশা থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। ধর্মপাশা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. কাউছার মিয়া। পঞ্চম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীটি অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ক্লাস শুরুর আগে ও বিদ্যালয় ছুটির পরে প্রায় ছয় মাস ধরে তৃতীয় শ্রেণির কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউছারের কাছে প্রাইভেট পড়ে আসছিল। গত ২৬ অক্টোবর রবিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর ছাত্রীটি ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষ হলে ভুলবশতঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষার গাইড বইটি সেখানে ফেলে রেখে সে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আসার পর গাইড বইটির কথা মনে হলে ওইদিন বিকেল সোয়া চারটার দিকে সে বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির কক্ষে যায়। ওই ছাত্রীটিকে একা পেয়ে ওই শিক্ষক নানাভাবে কথার জালে ফাঁসিয়ে জোর করে তার দুইহাত ধরে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। তখন ওই ছাত্রীটি নিজেকে ছাড়িয়ে নিয়ে সে দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে ওই ছাত্রীটির মা ঘটনাটি তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে বুধবার রাতে এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাউছার মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সাজানো ও পূর্ব পরিকল্পিত। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। বুধবার রাত ১টার দিকে মামলার আসামি শিক্ষক মো. কাউছার মিয়াকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com