বিশ্বম্ভরপুরে মেধা যাচাই পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও
- আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪২:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪২:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। বুধবার (২৯ অক্টোবর) উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৩টি কেন্দ্রে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ৩৭২৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথের নেতৃত্বে বিশ্বম্ভরপুরে মেধা যাচাই পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যগণ উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
অভিভাবকগণ জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় এই উদ্যোগটির ধারাবাহিকতা রাখা হলে এর ইতিবাচক প্রভাব সুদূর প্রসারী হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি পাবে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ভাড়বে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, এই মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকদেরকেও মূল্যায়ন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ