বিশ্বম্ভরপুরে মেধা যাচাই পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪২:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪২:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। বুধবার (২৯ অক্টোবর) উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৩টি কেন্দ্রে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ৩৭২৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথের নেতৃত্বে বিশ্বম্ভরপুরে মেধা যাচাই পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যগণ উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। অভিভাবকগণ জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় এই উদ্যোগটির ধারাবাহিকতা রাখা হলে এর ইতিবাচক প্রভাব সুদূর প্রসারী হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি পাবে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ভাড়বে। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, এই মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকদেরকেও মূল্যায়ন করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com