সুনামগঞ্জ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২ বাম দল-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠনের আহ্বান সিপিবির বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি, না মানলে রবিবার থেকে কলম বিরতি ভোটের মাঠে সক্রিয় বিএনপি’র মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টা বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থী প্রসঙ্গ হ্যাঁ-না : চার প্রশ্নের উত্তর একটাই ধানের শীষকে বিজয়ী করলে সকলেই ভালো থাকবে : কলিম উদ্দিন মিলন আ.লীগের ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ জন গ্রেপ্তার জাতীয় নির্বাচনের দিনই গণভোট লকডাউনের প্রভাব পড়েনি বিমানবন্দর-রেল-মেট্রো-টার্মিনালে কড়া সতর্কতা, নিরাপত্তা বলয়ে দেশ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠিত হবে : আনিসুল হক ধোপাজানে টাস্কফোর্সের অভিযানে ৫ নৌকা, ৮ ড্রেজার জব্দ অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত না দেখানোর দাবি আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ‎ভিডব্লিউবি কার্ডে অনিয়ম-দুর্নীতি: যাচাই-বাছাইয়ে টাকার বিনিময়ে তালিকাভুক্তি নির্বাচনি প্রচারণায় বন্ধ হচ্ছে পোস্টার পিআর, গণভোটের অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে :কলিম উদ্দিন আহমেদ মিলন

লালন সাঁইয়ের তিরোধান উৎসব উদযাপন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন
লালন সাঁইয়ের তিরোধান উৎসব উদযাপন
স্টাফ রিপোর্টার :: লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। আলোচনা সভায় সহকারী কমিশনার দ্বিপান্বিতা দেবী’র সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। প্রবন্ধকার লালন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর মানবতাবাদী তাৎপর্য ব্যাখ্যা করেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা পারভীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের ডেপুটি কিউরেটর মোহাম্মদ সুবাস উদ্দিন। বক্তারা লালনের গান ও দর্শন কীভাবে সমাজকে প্রভাবিত করেছে এবং এর প্রাসঙ্গিকতা আজও কতটা অমলিন, সে বিষয়ে বিশদ আলোচনা করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লালন সাঁইয়ের জীবনাচরণ ও দর্শন আমাদের সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তাঁর গান ও সুর মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা দেয়। নতুন প্রজন্মকে লালন দর্শন সম্পর্কে অবগত করা আমাদের দায়িত্ব, তাঁর গানগুলো মানবিক সমাজ গঠনে সহায়ক হবে। তিনি আরও বলেন, ‘আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে’- এই হাহাকারটা কিন্তু লালনের মধ্যেও আছে। ‘বাড়ির পাশে আরশি নগর-একদিনও দেখলাম না তারে’ - এই যে একধরণের হাহাকার তাদের গানের মধ্যে। উনারা আসলে তাদের গানের মধ্যে যে দেহতত্ত্ব, প্রেম ও অধ্যাত্মবাদের কথা তুলে ধরেছেন, তার মূল লক্ষ্যই হলো মানুষের মধ্যে সেই ‘মনের মানুষ’ বা পরমাত্মার সন্ধান করা। মানবদেহকেই তাঁরা সাধনার কেন্দ্র হিসেবে দেখেছেন, যেখানে অচিন পাখিরূপে লীলাময়ের বাস। লালনের গান মূলত এই আত্ম অনুসন্ধান, মানবতাবাদ এবং মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ প্রেমেরই বার্তা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লালন সাঁইয়ের গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালনের গান পরিবেশন করে শিল্পীরা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে  ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২