সুনামগঞ্জ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২ বাম দল-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠনের আহ্বান সিপিবির বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি, না মানলে রবিবার থেকে কলম বিরতি ভোটের মাঠে সক্রিয় বিএনপি’র মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টা বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থী প্রসঙ্গ হ্যাঁ-না : চার প্রশ্নের উত্তর একটাই ধানের শীষকে বিজয়ী করলে সকলেই ভালো থাকবে : কলিম উদ্দিন মিলন আ.লীগের ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ জন গ্রেপ্তার জাতীয় নির্বাচনের দিনই গণভোট লকডাউনের প্রভাব পড়েনি বিমানবন্দর-রেল-মেট্রো-টার্মিনালে কড়া সতর্কতা, নিরাপত্তা বলয়ে দেশ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠিত হবে : আনিসুল হক ধোপাজানে টাস্কফোর্সের অভিযানে ৫ নৌকা, ৮ ড্রেজার জব্দ অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত না দেখানোর দাবি আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ‎ভিডব্লিউবি কার্ডে অনিয়ম-দুর্নীতি: যাচাই-বাছাইয়ে টাকার বিনিময়ে তালিকাভুক্তি নির্বাচনি প্রচারণায় বন্ধ হচ্ছে পোস্টার পিআর, গণভোটের অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে :কলিম উদ্দিন আহমেদ মিলন
ক্রেতারা দিশেহারা

৪০০ ছাড়িয়েছে কাঁচা মরিচ, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:২৭:৩৪ পূর্বাহ্ন
৪০০ ছাড়িয়েছে কাঁচা মরিচ, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহেও ২০০ টাকার আশেপাশে ছিল। হঠাৎ করে দামের এমন দ্বিগুণেরও বেশি বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এছাড়া অন্যান্য সবজির দামও শতকের কাছাকাছি। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে বলেই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাদের বক্তব্যে দামের গড়মিল থাকার কারণে অসাধু সিন্ডিকেটের আভাস পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা দাম বাড়ার প্রধান কারণ হিসেবে বৃষ্টিপাতকে দায়ী করছেন। তাঁদের মতে, টানা বৃষ্টি হওয়ায় সরবরাহ কমে গেছে, যার ফলস্বরূপ কাঁচামরিচসহ অন্যান্য সবজির দাম বেড়েছে। খুচরা বিক্রেতাগণ দ্রæতই দাম সহনীয় পর্যায়ে আসবে বলেও জানান তাঁরা। তবে বাজারে ক্রয়-বিক্রয়ের মেমো সংক্রান্ত তথ্য গোপন রাখা এবং খুচরা ও পাইকারি বিক্রেতাদের বক্তব্যে ফারাক থাকায় মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ রয়েছে। পৌর শহরের কিচেন মার্কেটের খুচরা সবজি বিক্রেতা আরপিননগরের বাসিন্দা সুমন মিয়া প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করছেন ৫০০ টাকা। তিনি জানান, শহরের পাইকারি বাজারের মাসুক মিয়ার ‘মেসার্স আজিজুল ট্রেডার্স’ থেকে তিনি পাইকারি ৪০০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছেন। যে কারণে তিনি খুচরা পর্যায়ে ৫শ টাকা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করছেন। তবে কাঁচামরিচ ক্রয়ের কোনো মেমো দেখাতে পারেননি তিনি। একই চিত্র দেখা গেল জেল রোডের খুচরা সবজি বিক্রেতা লায়েক হোসেনের দোকানে। তিনি বলেন, মাসুক মিয়ার মেসার্স আজিজুল ট্রেডার্স থেকে ২ কেজি মরিচ ৮০০ টাকা দিয়ে পাইকারি এনেছি। খুচরা ৫০০ টাকা দরে বিক্রি করছি। বেশি দামে কিনতে হয় তাই বেশি দামেই বিক্রি করছি। অন্যদিকে, পাইকারি বিক্রেতা মেসার্স আজিজুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুক মিয়া এই অভিযোগ অস্বীকার করে জানান, তিনি পাইকারি প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫০ টাকা করে বিক্রি করছেন। তাঁর দাবি, অনেকেই তাঁর দোকান থেকে মরিচ না কিনলেও কেউ জিজ্ঞেস করলে তাঁর নাম বলে। জেলার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক জহির মিয়া বলেন, পণ্যের কোয়ালিটি অনুযায়ী দামের কিছুটা পার্থক্য থাকে। এজন্য কেউ ৪শ কেউ আরেকটু বেশি দামে কাঁচামরিচ বিক্রি করছেন। শহরের নতুনপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০ টাকা দিয়া ৫০ গ্রাম কাঁচামরিচ কিনছি। গত ৩-৪ দিন আগেও ২০ টাকায় ১শ গ্রাম কাঁচামরিচ কিনছি। হঠাৎ করে দাম দ্বিগুণ হয়ে গেল। বাজারে কোনো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবিও জানান তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও চড়া। খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়, টমেটো ১২০-১৪০ টাকা, বেগুন ১২০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, লাউ প্রতি পিস (প্রকারভেদে) ৮০ থেকে ১০০ টাকা, মূলা প্রতি কেজি ৭০ টাকা, কাকরোল ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাক, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শসা ৬০ টাকা। এছাড়াও চিচিঙ্গা ৬০ টাকা, ডুগি প্রতি হালি (প্রকারভেদে) ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে আসা ক্রেতা শহরের জামতলার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, শুধু কাঁচামরিচ না সব ধরনের সবজির দাম বেড়েছে। নিয়মিত বাজার মনিটরিং করলে এভাবে অস্বাভাবিকভাবে দাম কখনোই বাড়তো না। হাসননগরের বাসিন্দা তানজিম আহমেদ বলেন, হঠাৎ করে কাঁচামরিচের দাম এমনভাবে বেড়েছে যা একদম অস্বাভাবিক। ব্যবসায়ীরা অনেকসময় বিভিন্ন অযুহাত দেখিয়ে দাম বাড়িয়ে বাড়তি মুনাফা লাভ করে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো অবস্থায় সিন্ডিকেট করে দাম বাড়িয়ে পণ্য বিক্রি করার সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে  ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২