সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা দুর্গাপূজা : মাহাত্ম্য ও তাৎপর্য পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ পৌর শহরে স্পিডব্রেকারগুলো যেন মরণফাঁদ! ‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি : সিইসি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’ সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে
নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন

মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন
মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা। সুনামগঞ্জ-সিলেট সড়কে উদ্বেগজনকহারে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়ে যাওয়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারের সামনে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শরিফা আশরাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অ্যাড. এ আর জুয়েল, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, সাংস্কৃতিকর্মী আবদুল হালিম, মহিলা পরিষদের নেত্রী তৃণা দে প্রমুখ।
মানববন্ধনে জানানো হয়, গত শুক্রবার সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। একই সড়কে শান্তিগঞ্জ উপজেলার কাছাকাছি স্থানে এই সেপ্টেম্বর মাসেই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, জেলা প্রশাসনের দুই কর্মীসহ আটজনের মৃত্যু হয়েছে। সড়কের বেপরোয়া যান চলাচল, অদক্ষ চালক, হালকা যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে। মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য বলেন, আমরা প্রতিদিন কাঁদছি। একেকটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। এসব মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না। আইনের কঠোর প্রয়োগ দরকার। আমরা কেউই আর নিরাপদ নই।
তিনি বলেন, সুনামগঞ্জ পৌর শহরেও যানবাহনের নিয়ন্ত্রণ দরকার। যানজটে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। অতিরিক্ত যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স