নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন

মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪১:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা। সুনামগঞ্জ-সিলেট সড়কে উদ্বেগজনকহারে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়ে যাওয়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারের সামনে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শরিফা আশরাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অ্যাড. এ আর জুয়েল, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, সাংস্কৃতিকর্মী আবদুল হালিম, মহিলা পরিষদের নেত্রী তৃণা দে প্রমুখ।
মানববন্ধনে জানানো হয়, গত শুক্রবার সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। একই সড়কে শান্তিগঞ্জ উপজেলার কাছাকাছি স্থানে এই সেপ্টেম্বর মাসেই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, জেলা প্রশাসনের দুই কর্মীসহ আটজনের মৃত্যু হয়েছে। সড়কের বেপরোয়া যান চলাচল, অদক্ষ চালক, হালকা যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে। মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য বলেন, আমরা প্রতিদিন কাঁদছি। একেকটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। এসব মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না। আইনের কঠোর প্রয়োগ দরকার। আমরা কেউই আর নিরাপদ নই।
তিনি বলেন, সুনামগঞ্জ পৌর শহরেও যানবাহনের নিয়ন্ত্রণ দরকার। যানজটে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। অতিরিক্ত যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com