সুনামগঞ্জ , শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই : মাহবুবুর রহমান ৯ মাসে ছয়শ’র বেশি ধর্ষণ এনসিপির কেন শাপলাই চাই? সুনামগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব ৪০০ ছাড়িয়েছে কাঁচা মরিচ, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি ‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা দুর্গাপূজা : মাহাত্ম্য ও তাৎপর্য পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ পৌর শহরে স্পিডব্রেকারগুলো যেন মরণফাঁদ! ‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি : সিইসি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’

নিরীহ ব্যক্তিকে পিলারের সাথে বেঁধে মারধরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:৪১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:৪১:১৮ পূর্বাহ্ন
নিরীহ ব্যক্তিকে পিলারের সাথে বেঁধে মারধরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: নিরীহ ব্যক্তি ললিত মোহন দাসকে পিলারের সাথে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের মৃত করম আলীর ছেলে হাবিব মিয়ার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় আইমাগাঁও গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের মৃত লাল চাঁন দাসের ছেলে নিরীহ ললিত মোহন দাস (৬৫)কে অতর্কিতভাবে ধরে নিয়ে হাবিব মিয়ার বসতঘরে পিলারের সাথে বেঁধে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ললিত মোহন দাসকে উদ্ধার করে। এ ঘটনায় গত বৃহ¯পতিবার পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন নির্যাতিত ললিত মোহন দাস। শুক্রবার দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের কথা থাকলেও পরিদর্শন করেনি। বক্তারা বলেন, আমরা নিরীহ ব্যক্তি ললিত মোহন দাসকে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। মানববন্ধনে বক্তব্য রাখেন কুরবাননগর ইউপি সদস্য আমির হোসেন, স্থানীয় সালিশ ব্যক্তিত্ব আব্দুস শহীদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম, আইমাগাঁও গ্রামের ডা. চিত্তরঞ্জন পুরকায়স্থ, সরকত আলী, রইছ আলী, হীরামন দাস, আব্দুল খালিক, আব্দুল হামিদ, আজিম উদ্দিন, আব্দুল মালিক, মান্নারগাঁও গ্রামের গিয়াস উদ্দিন, গোপালপুর গ্রামের কাওসার আহমদ, যোগীরগাঁও গ্রামের আলতাব আলী প্রমুখ। বক্তারা আরও বলেন, ললিত মোহন দাস দোয়ারা উপজেলার আইমাগাঁও গ্রামের কিত্তায় প্রতিদিনের মতো গরু রাখালি করছিলেন। তখন দুপুর অনুমান ১টা। গরু নিয়ে মাঠ থেকে বাড়িতে আসার পথে ৪ জন মহিলা দলবদ্ধভাবে এসে অতর্কিতভাবে তাকে ধরে ফেলে। এ সময় আরও ৪জন পুরুষ দৌড়ে এসে মোট ৮ জনে মিলে তাকে নানাভাবে বেধড়ক মারপিট করে। পরে তাকে ভয় দেখিয়ে অনুমান ২০ মিনিটের পথ পায়ে হেঁটে নিয়ে যায় সদর উপজেলার আওতায় থাকা শেখেরগাঁও গ্রামের বাসিন্দা হাবিব মিয়ার বসতবাড়িতে। পরে ওই বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে উপস্থিত থাকা আরও কয়েকজন তাকে আবারও মারপিট করে। পরে রশি দিয়ে বেঁধে রাখে বসতঘরের পিলারের সাথে। নির্যাতিত ললিত মোহন দাস বলেন, সদর থানা পুলিশ সরেজমিন গিয়ে আমার হাতে-পায়ে রশি দিয়ে বাঁধা দেখতে পান। এই ঘটনার বিষয়ে এস.আই অভিজিৎ ভৌমিকের কাছে বর্ণনা দিয়েছি। ললিত মোহন দাস বলেন, আমি বিবাহিত এবং সন্তান ও নাতিপুতি রয়েছে। এমন ঘটনায় আমার সম্মানহানি ঘটেছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন যাবত হাবিব মিয়া ও উল্লেখিত বিবাদীদের সাথে অন্যান্য বিষয়ে দোয়ারা থানায় ও সুনামগঞ্জের আদালতে মামলা চলে আসছিল। এই ঘটনার আক্রোশে তারা পরিকল্পিতভাবে আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচার চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স