সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪৬:০২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার :: শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) বৃত্তি তহবিল আয়োজিত ২০২৪ পর্বের চতুর্থ পর্যায়ে সুনামগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার মোট ৫০ জন দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ২ লক্ষ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহ¯পতিবার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নস্থ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী খানকাহ শরিফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সমন্বয়কারী নূর মোহাম্মদের সঞ্চালনায় ও চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট লক্ষ্মীপুর ইউনিয়নের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছে তার জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলে দারিদ্র্য বিমোচন, দাতব্য চিকিৎসালয়, মেধা বৃত্তি প্রদান, গৃহ নিমার্ণসহ বেশ কয়েকটি খাতে মানবসেবা করে যাচ্ছেন তারা। আজকে আমি এসে দেখেছি মেধা বৃত্তি প্রদানের পাশাপাশি সদর হাসপাতালের ডাক্তারের মাধ্যমে ফ্রি ওষুধসহ চিকিৎসা প্রদান এবং সুন্নাতে খতনা করানো হচ্ছে। অত্র অঞ্চলে এগুলো অনন্য উদ্যোগ। আমি শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকার, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্টকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শাহআলম, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটির সদস্য গোলাম হোসেন, ইউপি সদস্য আহসান হাবীব, আলকাছ মেম্বার,ফুল মিয়া, নুরু, সমশের আলী, বিল্লাল মিয়া, ছিদ্দিকুর রহমান, আজর আলী, ফারুক মিয়া, আব্দুল মালেক, আজাদ হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স