
স্টাফ রিপোর্টার ::
শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) বৃত্তি তহবিল আয়োজিত ২০২৪ পর্বের চতুর্থ পর্যায়ে সুনামগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার মোট ৫০ জন দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ২ লক্ষ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহ¯পতিবার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নস্থ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী খানকাহ শরিফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সমন্বয়কারী নূর মোহাম্মদের সঞ্চালনায় ও চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট লক্ষ্মীপুর ইউনিয়নের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছে তার জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলে দারিদ্র্য বিমোচন, দাতব্য চিকিৎসালয়, মেধা বৃত্তি প্রদান, গৃহ নিমার্ণসহ বেশ কয়েকটি খাতে মানবসেবা করে যাচ্ছেন তারা। আজকে আমি এসে দেখেছি মেধা বৃত্তি প্রদানের পাশাপাশি সদর হাসপাতালের ডাক্তারের মাধ্যমে ফ্রি ওষুধসহ চিকিৎসা প্রদান এবং সুন্নাতে খতনা করানো হচ্ছে। অত্র অঞ্চলে এগুলো অনন্য উদ্যোগ। আমি শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকার, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্টকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শাহআলম, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটির সদস্য গোলাম হোসেন, ইউপি সদস্য আহসান হাবীব, আলকাছ মেম্বার,ফুল মিয়া, নুরু, সমশের আলী, বিল্লাল মিয়া, ছিদ্দিকুর রহমান, আজর আলী, ফারুক মিয়া, আব্দুল মালেক, আজাদ হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।