সুনামগঞ্জ , রবিবার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছাতক-দোয়ারাবাজারে লিচুর বাম্পার ফলন, চাষীদের মুখে হাসি জেলা জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ সেলিনা হায়াৎ আইভী কারাগারে ধানের পর খড়ের জন্য কৃষকের ব্যস্ততা সংগ্রহ হবে আড়াইশ কোটি টাকার গো-খাদ্য সুরমা গিলছে বসতভিটা-কৃষিজমি আতঙ্কে মাছিমপুর গ্রামের মানুষ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনফর আলী গ্রেফতার হাওরের সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ নেয়া হবে : যুগ্ম সচিব আব্দুল্লাহ আল আরিফ আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপি’র সদস্য হতে বাধা নেই : রিজভী দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়ে গেল স্বামী চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে : হাসনাত আব্দুল্লাহ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ : স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ বিষয়ে সভা অনুষ্ঠিত গোলা ভরে ধান তুলে স্বস্তিতে কৃষক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান

ব্যবসায়ী আল-মুবিন হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৩:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৩:২৬:৪৯ অপরাহ্ন
ব্যবসায়ী আল-মুবিন হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আল মুবিনের হত্যাকারী হৃদয় বণিকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণ-এর ব্যানারে ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হৃদয় বণিকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, হৃদয় বণিকের ফাঁসি চাই’, ‘আল মুবিনের হত্যাকারীর শাস্তি চাই, দিতে হবে’ - ইত্যাদি স্লোগান দেন। মুফতি আব্দুল হক আহমদী’র সভাপতিত্বে ও মো. শামস উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহনুর তালুকদার, মো. আসাদুজ্জামান পাবেল, সাজু আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুস শহিদ গাজী, ত্বাহা হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, একজন ভালো এবং বিনয়ী মানুষ আল মুবিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে খুনি হৃদয় বণিকের ফাঁসির রায় কার্যকর করা হয়। বক্তারা আরও বলেন, শহরে এমন নৃশংস হত্যাকান্ড সমাজে ভীতি সৃষ্টি করেছে। এর দ্রুত বিচার হওয়া উচিত। সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল হক আহমদী বলেন, শান্তিপ্রিয় শহরে এমন নৃশংস হত্যাকান্ড কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা বিশ্বাস করি, আইনের মাধ্যমে এই হত্যার সঠিক বিচার হবে এবং অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে। আর যদি তার উপযুক্ত বিচার নিশ্চিত করা না হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স