
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আল মুবিনের হত্যাকারী হৃদয় বণিকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণ-এর ব্যানারে ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হৃদয় বণিকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, হৃদয় বণিকের ফাঁসি চাই’, ‘আল মুবিনের হত্যাকারীর শাস্তি চাই, দিতে হবে’ - ইত্যাদি স্লোগান দেন।
মুফতি আব্দুল হক আহমদী’র সভাপতিত্বে ও মো. শামস উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহনুর তালুকদার, মো. আসাদুজ্জামান পাবেল, সাজু আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুস শহিদ গাজী, ত্বাহা হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, একজন ভালো এবং বিনয়ী মানুষ আল মুবিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে খুনি হৃদয় বণিকের ফাঁসির রায় কার্যকর করা হয়। বক্তারা আরও বলেন, শহরে এমন নৃশংস হত্যাকান্ড সমাজে ভীতি সৃষ্টি করেছে। এর দ্রুত বিচার হওয়া উচিত।
সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল হক আহমদী বলেন, শান্তিপ্রিয় শহরে এমন নৃশংস হত্যাকান্ড কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা বিশ্বাস করি, আইনের মাধ্যমে এই হত্যার সঠিক বিচার হবে এবং অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে। আর যদি তার উপযুক্ত বিচার নিশ্চিত করা না হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে।