সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ , ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন কাজের খোঁজে গ্রামাঞ্চলের দিনমজুররা শহরমুখী প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন! লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার!

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৪৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সংস্কার!
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের একাধিক স্থানে সড়ক উঁচুকরণ ও প্রশস্তকরণে সংস্কারকাজ চলছে। কিন্তু সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই এই সংস্কার কাজে দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। তারা এসব বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, সড়কের উপর খুঁটি রেখে সংস্কার করায় সড়ক সংকীর্ণ রয়েছে।
সংস্কারের আগেই বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা উচিত ছিল। সুনামগঞ্জ শহরের ব্যস্ততম ডিএস রোডের সংস্কার কাজের কোনো কোনো অংশের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কিছু কিছু সড়কে যানবাহন চলাচলও শুরু হয়েছে। সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি থাকায় চালকের বেখেয়ালে ঘটছে নানা দুর্ঘটনা। শহরের সুনামগঞ্জ পৌরসভার সামনে, পুরাতন সার্কিট হাউসের সামনে, উকিলপাড়া এলাকায়, আলীমাবাগের সামনে, পাইওনিয়ার ডায়াগনস্টিকের সামনে, কাজির পয়েন্ট এলাকায়, ষোলঘর পুরাতন জামে মসজিদের আশপাশে, বাঁধনপাড়ায় ও সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এছাড়াও কলোনী সড়ক, মোহাম্মদপুর, হাছননগর, হোসেন বখত চত্বর, বিহারী পয়েন্টসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অপ্রয়োজনীয় বৈদ্যুতিক খুঁটি এবং পরিত্যক্ত টিএন্ডটি’র খুঁটিও রয়েছে।
এসব খুঁটি সড়ক সংস্কারের আগে অপসারণ করা না হলে যান চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হবে, তেমনি ঘটবে দুর্ঘটনা। এসব বিবেচনায় স্থায়ীভাবে সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের।
পথচারী আব্দুর রশীদ বলেন, সড়কের চলমান নির্মাণাধীন কাজের অংশের কিছু কিছু সড়কের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। কিন্তু সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। এসব খুঁটি সরিয়ে নেওয়া প্রয়োজন।

পথচারী শাহীনুর রহমান বলেন, সড়ক উন্নয়ন কাজ ধীরগতিতে চলায় পথচারীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। বিদ্যুতের খুঁটি না সরিয়ে সড়ক উন্নয়ন কাজ করায় দেখতেও বিশ্রী লাগছে। দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ জরুরি।
আরেক পথচারী রজব উদ্দিন বলেন, বিদ্যুতের খুঁটি সংস্কারের আগে অপসারণ না করলে, পরে যদি খুঁটির গোড়ায় কেটে নেওয়া হয়, তবে তো অবশিষ্ট গোড়ার অংশ থেকেই যাবে। সমস্যা থেকে যাবে স্থায়ীভাবে। তখন এই সমস্যা সমাধানের জন্য পৌরসভাকে এগিয়ে আসতে হবে।
অটোরিকসা যাত্রী সুজিত বর্মণ বলেন, আগে উকিলপাড়া ভাড়া ছিল ৫ টাকা, গাড়ি ঘুরিয়ে নেওয়ায় দিতে হয় ১০ টাকা। সড়কের উন্নয়ন কাজ দ্রুত শেষ হলে মানুষের ভোগান্তি কমবে এবং বিদ্যুৎ খুঁটি সরিয়ে নিলে দুর্ঘটনাও কমবে। সড়কও সুন্দর লাগবে।
অটোরিকসা চালক সাজিদ মিয়া বলেন, উন্নয়ন হচ্ছে, আমরা খুশি। কিন্তু যাত্রীদের হয়রানিতে আমরা অতিষ্ঠ। একজনে বলে এই রাস্তায়, অন্যজনে বলে সেই রাস্তায় যেতে। অনেকে রাগ করে গাড়ি থেকে নেমে পড়েন। মাসের পর মাস রাস্তা সংস্কারের কাজ চলায় আমাদের উপার্জন কমে গেছে।
অপর চালক রায়মোহন ঘোষ বলেন, সড়কে বিদ্যুতের খুঁটি থাকা খুবই ঝুকিপূর্ণ। এতে দুর্ঘটনা ঘটবে। খুঁটিগুলো দ্রুত সরানোর দাবি জানাই।

সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, শহরজুড়ে অসংখ্য অপ্রয়োজনীয় বিদ্যুতের খুঁটি আছে। এসব খুঁটি সড়ক সংস্কারের পর কেটে নেবে বিদ্যুৎ বিভাগ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাথে আলাপ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স