স্টাফ রিপোর্টার:
হাওরাঞ্চলের কৃষকদের দ্রুত পাকা বোরো ধান কাটার জন্য অনুরোধ করেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। বুধবার (১৪ এপ্রিল) পাউবো সুনামগঞ্জ পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা জানানো হয়। সেখানে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, ভৈরব-কুলাউড়া এবং মেঘনা-বাউলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে হাওরাঞ্চলের পাকা বোরো ফসল বন্যার কবলে পড়তে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা হাওরাঞ্চলের পাকা বোরো ফসলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। এ অবস্থায় সুনামগঞ্জ জেলার সকল হাওর অঞ্চলের কৃষকদেরকে দ্রুততম সময়ের মধ্যে জমিতে পাকা বোরো ধান কর্তন স¤পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধান কাটার পর সংরক্ষণের সুবিধার্থে পলিথিন/ত্রিপল প্রস্তুত রাখার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ধান কাটার কাজ দ্রুত শেষ করার জন্য শ্রমিক সংগ্রহ ও নিয়োগ, যন্ত্রচালিত ধান কাটার যন্ত্র (কম্বাইন হারভেস্টার) সংগ্রহ এবং ব্যবহারের ব্যবস্থা গ্রহণ, এবং ধান কাটার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লজিস্টিক সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা শাখা কর্মকর্তাদেরকে স্থানীয় কৃষকদের মধ্যে দ্রুত ধান কাটার প্রয়োজনীয়তা স¤পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ধান কাটা সংক্রান্ত সকল কার্যক্রম স্থানীয় কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত স¤পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা বা অতিবৃষ্টির কারণে যাতে ফসলের ক্ষতি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং যেকোনো জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদেরকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে। হাওরাঞ্চলের কৃষকদের জন্য এই সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে তাদের কষ্টের ফসল নষ্ট হয়ে যায়। এই বছরও একই ধরনের আশঙ্কা থাকায় দ্রুত ধান কেটে ফসল রক্ষার জন্য সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বন্যার ঝুঁকিতে হাওরাঞ্চল
- আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:২৮:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:২৯:১০ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ