সুনামগঞ্জ , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে আসামি থেকে রাজসাক্ষী : সুবিধা-অসুবিধা জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রামানন্দ দাশ আর নেই

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৩৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৩৪:০৮ পূর্বাহ্ন
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রামানন্দ দাশ আর নেই
স্টাফ রিপোর্টার :: শাল্লার খ্যাতিমান বামপন্থী নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রামানন্দ দাশ আর নেই। ১৩ এপ্রিল (রোববার) বেলা ১১টা ১১মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। বার্ধক্যজনিত কারণে ৬ মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। স্ত্রী ইতোপূর্বেই না ফেরার দেশে চলে গেছেন। রামানন্দ দাশ ১৯২৩ সালে শাল্লা উপজেলার বাহাড়া ইউপির নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রামচন্দ্র দাশ। রামানন্দ দাশ তৎকালীন পূর্ব পাকিস্তান থাকাকালীন সময়েই বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রয়াত কমরেড বরুণ রায় ও জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সাথেও ছিল তাঁর গভীর রাজনৈতিক সম্পর্ক। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধেও ছিল তাঁর অগ্রণী ভূমিকা। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিষ্ঠালগ্নেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। আশির দশকে বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন রামানন্দ দাশ। গ্রামের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব হিসেবেও রয়েছে তাঁর খ্যাতি। শেষ বয়সে দায়িত্ব পালন করেছেন শাল্লা উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী ও হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্টা হিসেবেও। ২০২৩ সালে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্যের সম্মাননা পান তিনি। রাজনীতি থেকে সাংস্কৃতিক জগতে ছিল তাঁর পদচারণা। পুঁজিবাদের বিরুদ্ধে সব সময় সরব ছিলেন তিনি। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই গুণী মানুষটি চলে যাওয়ায় শোকাহত উপজেলাবাসী। তাঁর ছেলে রুবেল চন্দ্র দাশ বলেন, আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণের কথাই চিন্তা করতেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। রবিবার বিকেলে গ্রামের শ্মশানে তাঁর শেষকৃত্য স¤পন্ন হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, রামানন্দ দাশ একজন সজ্জন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। তিনি রাজনৈতিক, সাংস্কৃতিক ও সমাজিকসহ দেশের নানা কল্যাণকর কাজে নিয়োজিত ছিলেন। অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রামানন্দ দাশ। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স