সুনামগঞ্জ , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪, আহত ১ জামালগঞ্জে দূর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান

অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:৪১:৫৯ পূর্বাহ্ন
অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া
মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য থেকে ::
অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে আসেন তিনি। এখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে এবারের পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন তিনি। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক এ প্রতিবেদককে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
তিনি বলেন, রমজান পরবর্তী যে ঈদ আসছে, শুধু যুক্তরাজ্য বিএনপি না, পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য আনন্দের বিষয়। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে ঈদ উদযাপন করবেন। আমরা সকলে মিলে এখানে ঈদ পালন করবো। আমরা আবেদন করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে, যদি কোন সুযোগ থাকে, তাহলে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা যায় কি-না। উনারা এই বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

এদিকে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আমাদের চেয়ারপারসন প্রায় তিন মাস ধরে এখানে (লন্ডনে) চিকিৎসাধীন আছেন। লন্ডনের চিকিৎসকদের চিকিৎসায় এবং উনার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের তত্ত্বাবধানে উনার বাসায় তিনি এখনো চিকিৎসাধীন। উনার শারীরিক অবস্থা আগের যে কোন সময়ের তুলনায় অনেকটা সুস্থ, স্থিতিশীল।
উনার পরিবারের সদস্য, ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিরা রহমানের সংস্পর্শে ও চিকিৎসকদের তত্ত্বাবধানে মানসিকভাবেও তিনি অনেক ভালো আছেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান শুধু বিএনপি’র নেতা নন, তিনি গণতন্ত্রকামী মানুষের নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন সংগাম দীর্ঘ সময় ধরে চলছিল, যেটি হয়তো জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তার পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু মানুষের অধিকার আদায় হয়নি। জনগণের ভোটাধিকার আদায়ের যে লড়াই, সেখানে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমান দ্রুত দেশে শেষে ফিরে যাবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তাঁর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স