সুনামগঞ্জ , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের সেতু নির্মাণের এক যুগেও হয়নি সংযোগ সড়ক জামালগঞ্জে কাবিটা মনিটরিং কমিটির বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত বালুভর্তি ১২টি নৌকা ও ড্রেজার মেশিন আটক তিনি ছিলেন সহজ-সরল মানুষ ১০৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আব্দুস সামাদ আজাদ : মাটি থেকে মহিরুহ দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলন : অলি আহমদ সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে : ভারতের সেনাপ্রধান অর্থ ছাড়ে গড়িমসি: এক মাসেও শুরু হয়নি অনেক বাঁধের কাজ সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর বালু সরিয়ে মাটি দিয়ে তৈরি হচ্ছে ফসলরক্ষা বাঁধ ৭২’র সংবিধান বাতিল করা যাবে না, ৩৬ বীর মুক্তিযোদ্ধার প্রতিবাদ জামালগঞ্জে তরুণকে গলা কেটে ও কুপিয়ে হত্যা সকলের সহযোগিতায় আমরা দেশের উন্নয়ন করবো : জেলা প্রশাসক ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি : প্রধান উপদেষ্টা কী পরিবর্তন, কিসের নতুন বাংলাদেশ হলো? সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি বদলে যাওয়া পার্কে দর্শনার্থীর ভিড়, পার্কটিকে জেলার একমাত্র বৃহৎ পার্কে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সবজির দরে ধস: ভোক্তারা স্বস্তিতে, চাষীরা হতাশায়

জনউদ্যোগে বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০১:৪১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ০১:৪১:৩৯ পূর্বাহ্ন
জনউদ্যোগে বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার :: বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে শহরের সচেতন নাগরিকের সংগঠন জনউদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটি। ‘বৃক্ষ তুমি আদিপ্রাণ’ স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবেদীন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সহকারী অধ্যাপক রজত কান্তি রায়, সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। বন্যা, খরায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবেশ বিপর্যয়ের কারণে কয়েক বছর ধরে এই দুর্যোগগুলো বেশি হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য সবাইকে বেশি গাছ রোপণ করতে হবে। একটি গাছ লাগিয়ে বড় হওয়ার পর আরেকটি গাছ কাটতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগানো ও প্রয়োজনে কাটলে এই বিপর্যয় রোধ করা সম্ভব। আলোচনাসভা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগান অতিথি ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় উপস্থিত সকল শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স