স্টাফ রিপোর্টার ::
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে শহরের সচেতন নাগরিকের সংগঠন জনউদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটি। ‘বৃক্ষ তুমি আদিপ্রাণ’ স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দেওয়া হয়।
সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবেদীন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সহকারী অধ্যাপক রজত কান্তি রায়, সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। বন্যা, খরায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবেশ বিপর্যয়ের কারণে কয়েক বছর ধরে এই দুর্যোগগুলো বেশি হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য সবাইকে বেশি গাছ রোপণ করতে হবে। একটি গাছ লাগিয়ে বড় হওয়ার পর আরেকটি গাছ কাটতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগানো ও প্রয়োজনে কাটলে এই বিপর্যয় রোধ করা সম্ভব।
আলোচনাসভা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগান অতিথি ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় উপস্থিত সকল শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।