সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ভূমিকম্পে কাঁপলো সিলেট প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ লাফার্জ হোলসিম কোম্পানির শব্দদূষণ কনভেয়ার বেল্টের শব্দে অতিষ্ঠ ১০ গ্রামের মানুষ লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানে গ্রেফতার ২ শাল্লায় ১২৪টি প্রকল্পে কোনো অগ্রগতি নেই সরকারি সার বিক্রি হচ্ছে কালোবাজারে নিয়ম রক্ষার উদ্বোধন, ২০ দিনেও শুরু হয়নি কাজ শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক সাংবাদিকতায় চার দশক পূর্তিতে আকরাম উদ্দিনকে সংবর্ধনা
ওরস মাহফিল থেকে বাড়ি ফেরা হলো না দুই যুবকের

বাস-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:০৩:০৫ পূর্বাহ্ন
বাস-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
স্টাফ রিপোর্টার ::
শুক্রবার জগন্নাথপুর উপজেলার ইসবপুর সাহেববাড়ি ওরস মাহফিলে গিয়েছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। মাহফিল শেষে শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকসায় করে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সড়কে মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস এবং তাদের বহনকারী অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু এবং চালকসহ গুরুতর আহত হন আরও তিন জন। নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে জমির হোসেন (৩৩)। নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার ইসবপুর সাহেববাড়ি ওরস মাহফিল থেকে সিএনজিচালিত অটোরিকসাযোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা-ব ১১৮৬৬২) ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ যাত্রীরা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মৃত্যুবরণ করেন। গুরুতর আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল রেফার করেন কর্তব্যরত ডাক্তার। আহতরা হলেন একই গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)। এদিকে এমন অনাকাক্সিক্ষত মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে সদর হাসপাতালে ভিড় করেন স্বজনরা। নিহত জমির হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন জগন্নাথপুর উপজেলার ইসবপুর সাহেববাড়ি ওরস মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাসচালকের শাস্তি চাই। জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। পথে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকসার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসাচালকসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে আলী নূর ও জমির হোসেন মারা যান। শান্তিগঞ্জ থানার এসআই তুষারকান্তি দেব বলেন, খবর পেয়ে সকালে গিয়ে দেখি অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে আছে। ঘটনার পরপর বাস নিয়ে চালক পালিয়ে গেছে। এছাড়া আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স