সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

বিশ্বম্ভরপুর সমিতির কার্যকরি কমিটি গঠিত

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৮:১৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৮:১৯:৫৫ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর সমিতির কার্যকরি কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের বিলপাড়স্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলের সভাপতিত্বে ও প্রভাষক দুলাল মিয়া সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ তাজুল ইসলাম, মো. জহিনূর মিয়া, মো. ইসমাইল হোসেন, আব্দুল মান্নান, সার্জেন্ট অব. জিয়াউর রহমান, মো. খালেকুজ্জান, জিয়াউল হক সোহাগ, শাহ আলম, শেখ আব্দুল গফফার, মো. সেলিম আহমদ, লাকী বিশ্বাস প্রমুখ। গত ২০ ডিসেম্বর শুক্রবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমিতির প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলকে সভাপতি, মোহাম্মদ তাজুল ইসলামকে সহ-সভাপতি, মোড়ল মাসুদ জামান লিটনকে সাধারণ স¤পাদক, প্রভাষক দুলাল মিয়াকে যুগ্ম সাধারণ স¤পাদক, জিয়াউর রহমানকে অর্থস¤পাদক এবং শাহ আলমকে সর্ব সম্মতিক্রমে সাংগঠনিক স¤পাদক নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করে পরবর্তী একমাসের সংশ্লিষ্ট সকলকের সঙ্গে যোগাযোগ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা মোতাবেক ১০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত আলোচনা শেষে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়। উপদেষ্টাগণ হলেন- আব্দুল কাইয়ুম মাস্টার, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট আলম নূর হীরা, মো. মহিবুর রহমান ও নূরুল ইসলাম। গঠিত কার্যকরি পরিষদের সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, মাওলানা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোড়ল মাসুদ জামান লিটন, যুগ্ম -সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, মো. জহিনূর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর স¤পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক শাহ জালাল সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সবেন্দ্র দেবনাথ বিপ্লব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. হাজেরা খাতুন, সহ - নারী ও শিশু বিষয়ক সম্পাদক লাকী বিশ্বাস। নির্বাহী সদস্য মো. শওকত হোসেন, মো. শাহাজান, আব্দুল হালিম, মাওলানা মো. নাসির উদ্দিন, নিখিল চন্দ্র দেবনাথ, রাকিবুল হাসান সোহেল, মো. ইসমাইল হোসেন, গোলাম মাওলা. মো. খালেকুজ্জামান ও মো. জিয়াউল হক সোহাগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স