স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের বিলপাড়স্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলের সভাপতিত্বে ও প্রভাষক দুলাল মিয়া সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ তাজুল ইসলাম, মো. জহিনূর মিয়া, মো. ইসমাইল হোসেন, আব্দুল মান্নান, সার্জেন্ট অব. জিয়াউর রহমান, মো. খালেকুজ্জান, জিয়াউল হক সোহাগ, শাহ আলম, শেখ আব্দুল গফফার, মো. সেলিম আহমদ, লাকী বিশ্বাস প্রমুখ।
গত ২০ ডিসেম্বর শুক্রবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমিতির প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলকে সভাপতি, মোহাম্মদ তাজুল ইসলামকে সহ-সভাপতি, মোড়ল মাসুদ জামান লিটনকে সাধারণ স¤পাদক, প্রভাষক দুলাল মিয়াকে যুগ্ম সাধারণ স¤পাদক, জিয়াউর রহমানকে অর্থস¤পাদক এবং শাহ আলমকে সর্ব সম্মতিক্রমে সাংগঠনিক স¤পাদক নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করে পরবর্তী একমাসের সংশ্লিষ্ট সকলকের সঙ্গে যোগাযোগ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা মোতাবেক ১০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত আলোচনা শেষে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়। উপদেষ্টাগণ হলেন- আব্দুল কাইয়ুম মাস্টার, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট আলম নূর হীরা, মো. মহিবুর রহমান ও নূরুল ইসলাম।
গঠিত কার্যকরি পরিষদের সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, মাওলানা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোড়ল মাসুদ জামান লিটন, যুগ্ম -সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, মো. জহিনূর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর স¤পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক শাহ জালাল সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সবেন্দ্র দেবনাথ বিপ্লব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. হাজেরা খাতুন, সহ - নারী ও শিশু বিষয়ক সম্পাদক লাকী বিশ্বাস। নির্বাহী সদস্য মো. শওকত হোসেন, মো. শাহাজান, আব্দুল হালিম, মাওলানা মো. নাসির উদ্দিন, নিখিল চন্দ্র দেবনাথ, রাকিবুল হাসান সোহেল, মো. ইসমাইল হোসেন, গোলাম মাওলা. মো. খালেকুজ্জামান ও মো. জিয়াউল হক সোহাগ।