সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন

ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম বন্ধ করুন

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম বন্ধ করুন
দোয়ারাবাজারে ফসলরক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা বালু দিয়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করেন। খাসিয়ামারা নদীর বামতীরে বালু দিয়ে বাঁধ নির্মাণকাজ শুরু করলে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষকগণ এর প্রতিবাদ করেন। এনিয়ে ১০ জানুয়ারি দৈনিক সুনামকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১৪নং পিআইসি খাসিয়ামারা নদীর বাম তীরের ৫৮ মিটার ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও পুনরাকৃতকরণ কাজ নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ৮ লাখ ২২ হাজার টাকা। শুরুতেই ধুলো মিশ্রিত বালু দিয়ে বাঁধ তৈরি করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে নির্মাণ কাজ যদিও আপাতত বন্ধ রাখা হয়েছে কিন্তু পিআইসির লোকজনের কাজ চালিয়ে যাওয়ার তৎপরতা লক্ষ করা যাচ্ছে। বাঁধের উপর মাটির প্রলেপ দিয়ে দায়সারা কাজ করা হচ্ছে। বৃষ্টি অথবা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ফসল সুরক্ষা করা সম্ভব হবে না। আরও অভিযোগ রয়েছে পিআইসি নীতিমালা না মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিআইসি গঠন করেছেন। যাদেরকে নিয়ে পিআইসি গঠন করা হয়েছে বাঁধের পাশে তাদের অনেকেরই জমি নেই। খাসিয়ামারা নদীর বাম তীরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে স্থানীয় পাউবো কর্তাদের যোগসাজশে পিআইসির অন্তরালে থাকা প্রভাবশালী একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ রয়েছে। পাউবোর এসও সাদ্দাম হোসেন বলেছেন, বালুর বাঁধ নির্মাণ করতে গেলে আমরা তা বন্ধ করে দিয়েছি। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বালুর বাঁধ নির্মাণ হলে বাঁধের কাজ বন্ধ করে দেওয়া হবে। পিআইসি বাতিল করা হবে। আমাদের কথা হচ্ছে, সময়মত ফসলরক্ষা বাঁধ নির্মাণ না করলে এবং পিআইসি বাতিল করে কৃষকের লাভ এই বা কি হবে? সময় ক্ষেপণ করলে যেকোনো সময় পাহাড়ি ঢল নেমে ফসলের ক্ষতি হলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে না। সুতরাং পানি উন্নয়ন বোর্ডের এ ধরনের নয়ছয়ে আমরা বিশ্বাসী নই। জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুরুতেই সংশ্লিষ্ট বাঁধে যে অনিয়ম ও দুর্নীতি শুরু হয়েছে তাতে যদি কৃষকরা ফসল ঘরে তুলতে না পারে তার দায় পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ

অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ