সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকেই আওয়ামী লীগ গুম, হত্যা করেছে। চরিত্রে রাজাকার, আলবদর, আলশামস কালিমা লেপন করার চেষ্টা করেছে। তিনি সোমবার বিকালে সুনামগঞ্জ পৌর জামায়াত আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাধ্যক্ষ তোফায়েল আহমদ বলেন, আওয়ামী লীগ ভারতের তাঁবেদারি করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে ইতিহাস থেকে বিতাড়িত করেছে। সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে পাকিস্তানের চর সাজিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে ভারত জাহাজ ভর্তি করে বাংলাদেশের স¤পদ যখন লুট করছিল। তখন সেক্টর কমান্ডার মেজর জলিল রুখে দাঁড়িয়েছিলেন। তাঁকে প্রথম রাজবন্দী হতে হয়েছে। প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান ভারত ও আওয়ামী লীগের কুকর্ম ক্যামেরাবদ্ধ করায় তাকে গুম, হত্যা করেছে। অন্যায়ের প্রতিবাদ করায় আওয়ামী লীগের আদর্শিক গুরু শেখ মুজিবুর রহমান বীরমুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে এসে দম্ভ করে কোথায় সিরাজ শিকদার বলে হুংকার দিয়েছিলেন। তোফায়েল আহমদ বলেন, শেখ মুজিবকন্যা শেখ হাসিনা ভারতের কাছে সবকিছু উজাড় করে দিয়ে বলেছেন ভারত এই ঋণ কখনো শোধ দিতে পারবে না। স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এদেশের নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে। বিএনপি, হেফাজতের নেতাকর্মীদের হত্যা করেছে। বিডিআরের দেশপ্রেমিক অফিসারদের হত্যা করেছে। সর্বশেষ জুলাই হত্যাকা-ের মাধ্যমে এদেশটাকে চিরতরে ভারতের কাছে তুলে দেওয়ার চূড়ান্ত মহড়া দিয়েছিল। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছে। পৌর আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মেহেদী হাসান তুহিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন, পৌর নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ