সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকেই আওয়ামী লীগ গুম, হত্যা করেছে। চরিত্রে রাজাকার, আলবদর, আলশামস কালিমা লেপন করার চেষ্টা করেছে। তিনি সোমবার বিকালে সুনামগঞ্জ পৌর জামায়াত আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপাধ্যক্ষ তোফায়েল আহমদ বলেন, আওয়ামী লীগ ভারতের তাঁবেদারি করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে ইতিহাস থেকে বিতাড়িত করেছে। সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে পাকিস্তানের চর সাজিয়েছে।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে ভারত জাহাজ ভর্তি করে বাংলাদেশের স¤পদ যখন লুট করছিল। তখন সেক্টর কমান্ডার মেজর জলিল রুখে দাঁড়িয়েছিলেন। তাঁকে প্রথম রাজবন্দী হতে হয়েছে। প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান ভারত ও আওয়ামী লীগের কুকর্ম ক্যামেরাবদ্ধ করায় তাকে গুম, হত্যা করেছে। অন্যায়ের প্রতিবাদ করায় আওয়ামী লীগের আদর্শিক গুরু শেখ মুজিবুর রহমান বীরমুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে এসে দম্ভ করে কোথায় সিরাজ শিকদার বলে হুংকার দিয়েছিলেন।
তোফায়েল আহমদ বলেন, শেখ মুজিবকন্যা শেখ হাসিনা ভারতের কাছে সবকিছু উজাড় করে দিয়ে বলেছেন ভারত এই ঋণ কখনো শোধ দিতে পারবে না। স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এদেশের নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে। বিএনপি, হেফাজতের নেতাকর্মীদের হত্যা করেছে। বিডিআরের দেশপ্রেমিক অফিসারদের হত্যা করেছে। সর্বশেষ জুলাই হত্যাকা-ের মাধ্যমে এদেশটাকে চিরতরে ভারতের কাছে তুলে দেওয়ার চূড়ান্ত মহড়া দিয়েছিল। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছে।
পৌর আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মেহেদী হাসান তুহিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন, পৌর নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি