সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

বিজয় থেকে বিজয়ের দিকে যাবো

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন
বিজয় থেকে বিজয়ের দিকে যাবো
আজ মহান বিজয় দিবস ভিন্ন পরিপ্রেক্ষিত ও পরিস্থিতির পরিসরে পালিত হচ্ছে। এই ভিন্নতাটা অসলে কেমন, একটু খতিয়ে দেখা যাক. তাহলেই সামগ্রিক দিক থেকে বিষয়টিকে কীছুটা হলেও বুঝার অবকাশ মিলবে। এই মুহূর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাওয়া ‘মুক্তিযুদ্ধের সেনানী’ বলে অভিহিত রাজনীতিক দল ক্ষমতাচ্যুত এবং এই সুবাদে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকারের স্থলে অনির্বাচিত সরকার দেশের হাল ধরে আছে। জাতি যথাসম্ভব অচিরেই অর্থাৎ যথোপযুক্ত স্বল্প সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্যে অধীর অপেক্ষাপর। বিশেষ করে রাজনীতিক দলগুলো উপস্থিত মুহূর্তেই নির্বাচন চায়। এই চাপের মুখে আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসকবর্গের ক্ষমতাচ্যুতির পরিপ্রেক্ষিতে স্বাধীনতা যুদ্ধের সহায়ক শক্তি প্রতিবেশী ভারতের সঙ্গে বর্তমান সরকার ও রাজনীতিক দলগুলোর দ্বান্দ্বিকতায় বৈরিতার উত্তাপ লেগে একটি টানাপোড়েনের পরিসর তৈরি করেছে। এদিকে বর্তমান সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জন এখনও অনিশ্চিত। এখনও পর্যন্ত নির্বাচনের তারিখ অনির্ধারিত থেকে গেছে। অপরদিকে ভূরাজনীতিক মানচিত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে বিভিন্ন বিদেশি রাষ্ট্রশক্তির কাছে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের প্রবল প্রচেষ্টা কার্যকর আছে। এইরূপ একটি সংকটাকীর্ণ রাজনীতিক পরিস্থিতি-পরিপ্রেক্ষিতের পরিসরে দেশে বিজয় দিবস পালিত হচ্ছে। এই বিজয় দিবসের জয় থেকে অন্য বিজয়ের দিকে যাত্রাপর হওয়াই হবে আমাদের একমাত্র জাতীয় লক্ষ্য। যে-বিজয় অর্জনের পরিপ্রেক্ষিতে জাতি এখানে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, সুখ, স্বাধীনতা ও মেধার সর্বোচ্চ বিকাশের নিশ্চিত সুযোগ তৈরি করতে পারবে। কিন্তু এই ‘নিশ্চিত সুযোগ তৈরি’র আগে বর্তমানর এই ক্রান্তিকালের অস্থিতিশীলতাকে জয় করতে হবে। বিজয়ের এক পর্ব থেকে অন্য পর্বে যাত্রাপরতাই হবে অদ্যকার বিজয় দিবসের প্রত্যয় ও প্রতিজ্ঞা। এই বিজয় দিবসে দীপ্রস্বরে বলুন করুন, আমরা বিজয় থেকে বিজয়ের দিকে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স