সুনামগঞ্জ , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত জনমনে স্বস্তি, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা দোয়ারাবাজারের আলীপুর থেকে নূরপুর কাঁচা রাস্তাটির কারণে দুর্ভোগে কয়েক হাজার মানুষ ১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন নিজেদের ‘দুর্গ’ কব্জায় নিতে চায় বিএনপি, মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত ২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ! অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৬ ছাতকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন
শান্তিগঞ্জে কর্মশালা

সঠিক নিয়মে বাঁধের কাজ করার তাগিদ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
সঠিক নিয়মে বাঁধের কাজ করার তাগিদ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় দেখার হাওর, খাউয়াজুড়ি হাওর, খাই হাওর ও জামখলা হাওরসহ ছোট বড় মোট ৮টি হাওরে এবছর ৬৪টি বেড়ি বাঁধ সংস্কার, পুনঃনির্মাণ ও নির্মাণকাজ করা হবে। কাজগুলোর বিপরীতে ইতোমধ্যে সকল প্রক্রিয়া মেনে গঠন করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি। সকল পিআইসিতে স্থান পাওয়া সভাপতি, সাধারণ স¤পাদক ও সদস্যদের নিয়ে কর্মশালা করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ঝিলমিল অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। এসময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইনুদ্দিন সোহেল, শান্তিগঞ্জ জামায়াতে ইসলামের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, বাঁধ মনিটরিং কমিটির সদস্য ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, রওশন খান সাগর, ইমদাদুর রহমান, শান্তিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মোমিন মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক নূরুল হক, আবু সাঈদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, কৃষক ও ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, আঙ্গুর মিয়া, আবদুল মজিদ ও নবী হোসেন। বক্তব্যে নির্ধারিত সময়ে সঠিক নিয়মে স্বচ্ছভাবে বাঁধের কাজ শেষ করার তাগিদ দেন প্রশাসনিক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি’র পক্ষ থেকেও নির্ধারিত সময়ে সঠিক নিয়মে স্বচ্ছভাবে বাঁধের কাজ শেষ করার নিশ্চয়তা প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত কৃষকরা। কর্মশালায় প্রতিটি প্রকল্পের সকল সাধারণ স¤পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ৮টি হাওরে মোট ৬৪টি প্রকল্পে কাজ করবে পিআইসি কমিটিগুলো। উপজেলার সবচেয়ে বড় হাওর দেখার হাওরে ১৬টি, কাউয়াজুড়ি হাওরে ১৬টি, খাই হাওরে ১৩টি, কাঁচিভাঙায় ৭টি, জামখলা হাওর ৭টি, সাংহাই হাওরে ২টি, চাইল্লানি হাওর ২টি ও দামাই হাওরি ১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সবগুলো কাজের মোট বরাদ্দ প্রায় ৮ কোটি টাকা। এর মধ্যে বাঁধে মাটি কাটা, দুরমুজ করা, ড্রেসিং করা, পানি ছিটানো, ঘাস লাগানো ও বিপজ্জনক জায়গায় বাঁশসহ যাবতীয় ব্যবহার্য্য জিনিসপত্র ব্যবহার করার কথা বলা হয়েছে। ১৫ ডিসেম্বর আবশ্যিকভাবে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাধ্যতামূলক কাজ শেষ করার নির্দেশ আছে। উল্লেখ্য, পিআইসি গঠনের জন্য চলতি মাসের ১ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭ ডিসেম্বর পর্যন্ত কমিটির জন্য ১৮১টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে পাঁচ জায়গায় পৃথক গণশুনানি করে ৬৪টি কমিটিকে অনুমোদন দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবো কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন

১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন