সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতার প্রস্তুতির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা কারাগারে জুবিলী উচ্চ বিদ্যালয়ে অর্ধ শতাধিক ছাত্রেরর স্কাউট দীক্ষাগ্রহণ দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের আয়-সম্পদের তথ্য প্রকাশের আহ্বান টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় আফগান মন্ত্রী নিহত পোশাক খাতে কৃত্রিমভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে : এম সাখাওয়াত বন্যা আশ্রয়কেন্দ্রের জন্য সোলার ফ্লাড লাইট বিতরণ খরচার হাওরের রাবার ড্যামে লিকেজ, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক নিত্য যানজটে চরম ভোগান্তি শাল্লায় ছুটি না নিয়েই দুই সপ্তাহ অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা জামালগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত : মৎস্য উপদেষ্টা তাহিরপুরে মডেল মসজিদ নির্মাণ ১৮ মাসের কাজ হয়নি ৫ বছরেও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন ছাতক নৌপথে অবাধে চাঁদাবাজি ছাতকে মারামারিতে যুবক নিহত অধিকার’র উদ্যোগে মানবাধিকার দিবস পালিত বেগম রোকেয়া দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ জয়িতারা ধর্মপাশায় ৫ জয়িতাকে সংবর্ধনা এমএ মান্নান মেধা বৃত্তি পেয়েছে ফারিহা একাডেমি’র ৬ শিক্ষার্থী

দুর্নীতি দমনে অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে দিতে হবে

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:২৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:২৮:০১ পূর্বাহ্ন
দুর্নীতি দমনে অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে দিতে হবে
দুর্নীতি দমনে অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে দিতে হবে পত্রিকান্তরে (প্রথম আলো, ০৮ ডিসেম্বর ২০২৪) একটি সাক্ষাৎকরের শিরোনাম করা হয়েছে, ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’। বলতে এক রত্তিও দ্বিধা নেই যে, বাক্যটি বুদ্ধিজীবিতার চূড়ান্ত প্রকর্ষকে প্রকাশ করেছে। রাজনীতির একটি নীতি হলো, অর্থনীতির গাঢ় অভিব্যক্তি হওয়ায় রাজনীতি অর্থনীতির সেবা করে তদুপযোগী ব্যবস্থাটির সমর্থন ও সংরক্ষণ মারফত। আলোচ্য বাক্যটিতে রাজনীতির এই নীতিরই প্রকাশ ঘটেছে। খেয়াল করতে হবে যে, ‘রাজনীতি ও আমলাতন্ত্র সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’ বলা হয়েছে, অথচ কথাটাকে কারকের ষষ্ঠী বিভক্তির ‘এর’ চিহ্ন ব্যবহার করে ‘রাজনীতি ও আমলাতন্ত্রের (আমলাতন্ত্র+এর) সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’ বলা হয় নি, সাতিশয় সচেতনতার সঙ্গে, প্রকৃতপ্রস্তাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই। সাক্ষাৎকারের পরিসরে প্রস্তাবিত সংস্কার সম্পর্কে আপাতত অনুপুঙ্খ বয়ানবিস্তার করার অবকাশ এখানে নেই। কেবল বলি, যেহেতু ‘রাজনীতি হল অর্থনীতির গাঢ় অভিব্যক্তি ও সম্পূর্ণতা’, তাই বিদ্যমান অর্থনীতিকে বদলে না দিলে যায়মান রাজনীতিটা বদলে যাবে না। আর রাজনীতি না বদলে গেলে বিদ্যমান আমলাতন্ত্রও বদলাবে না। আর বিদ্যমান অমলাতন্ত্র না বদলালে দুর্নীতি দমন তো হবেই না বরং বাড়বে। সব কথার শেষ কথা হলো, যদি না অর্থনীতিকে জনসমাজের স্বার্থের অনুকূলে বদলে না দেওয়া যায়, তাহলে, ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব’ বাক্যটি অত্যন্ত ভদ্রভাবে বললেও বলতে হবে, ‘ভাজা বরফ’ -এর চেয়ে বেশি কীছু নয়। এটা এতোটাই অর্থহীন। দুর্নীতি দমন করতে হলে ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার’ নয়, আসলে অর্থনীতিকে বদলে দিতে হবে। যেমন সম্প্রতি (রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ ॥ বণিকবার্তা, পৃষ্ঠা : ১) সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, ‘রাষ্ট্রের কিছু খাতে এখন আর থেরাপি নয় সার্জারি করতে হবে’। যতো কথাই বলা হোক সারকথা হলো, ‘রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার নয়, রাজনীতি ও আমলাতন্ত্রের বদল ছাড়া দুর্নীতি দমন অসম্ভব, আর আবারও বলি, তার আগে বদলাতে হবে অর্থনীতিকে। ভুলে গেলে চলবে না, মুনাফামুখি মুক্তবাজার অর্থনীতি চালু রেখে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির মতো স্বীকৃত দুর্নীতিকে আটকে দেওয়া যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ