সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

৫৩ হাওরে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে বাঁধ

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৬:৪০:৩০ অপরাহ্ন
৫৩ হাওরে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে বাঁধ
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষায় এবার ৬ শতাধিক প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রায় ১১০ কোটি টাকার প্রাথমিক ব্যয় হতে পারে। ৩০ নভেম্বর হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে যুক্ত জেলা কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটি ৩৮২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। আগামী ১৫ ডিসেম্বর ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা। তবে অতীতে কখনই নির্ধারিত সময়ে কাজ শুরু ও শেষ হয়নি বলে কৃষকদের অভিযোগ আছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলায় ছোট-বড়ো মিলিয়ে প্রায় ১৩৭টি হাওর রয়েছে সুনামগঞ্জে। এর মধ্যে ৫৩টি হাওরে বোরো ফসলরক্ষার জন্য ফসলরক্ষা বাঁধ নির্মাণ, সংস্কার করা হবে। একসময় ঠিকাদারের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হলেও কৃষকদের দাবির প্রেক্ষিতে ২০১৮ সাল থেকে কৃষকদের নেতৃত্বে ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। কাবিটা নীতিমালা অনুযায়ী হাওরের জমির নিকটবর্তী কৃষক ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে যুক্ত থাকার কথা। অক্টোবর থেকে সার্ভে করে বাঁধের প্রকল্পের নকশা করেন পাউবো’র সার্ভেয়াররা। পাউবো জানিয়েছে- এ পর্যন্ত সার্ভেয়ারদের মাধ্যমে প্রায় ৯২ ভাগ বাঁধের সার্ভে করা হয়েছে। গতবছরের বাঁধ কি অবস্থায় আছে, কোথায় মাটি লাগবে, সংস্কার লাগবেÑতা সরেজমিন ঘুরে নকশা করা হচ্ছে। তবে প্রিওয়ার্কের এই নকশা ও প্রকল্প গ্রহণ অনুমোদন নিয়েও অনিয়ম ও দুর্নীতি হয় এমন অভিযোগ হাওর বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দের। পানি উন্নয়ন বোর্ড সার্ভেয়ারদের দিয়ে মনগড়া প্রিওয়ার্ক করে বিপুল বরাদ্দ দিয়ে পরবর্তীতে বরাদ্দ লোপাট করা হয় এমন অভিযোগ আছে। তাছাড়া প্রকৃত কৃষকদের বদলে মধ্য স্বত্ত্বভোগীরা পিআইসি হাতিয়ে নিয়ে বরাদ্দ লোপাট করে এমন অভিযোগ আছে কৃষকদের। সুনামগঞ্জ কৃষি বিভাগের মতে জেলায় ২০২৪-২০২৫ ফসলি মওসুমে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৭০ ভাগ জমির বীজতলা তৈরির কাজ শেষ। আগামী ১৫ ডিসেম্বর থেকে হাওরে ধান রোপণ শুরু হবে। এ বছর প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার ধান উৎপাদন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দিরাই উপজেলার জয়পুর গ্রামের বড়ো কৃষক সৌমেন চৌধুরী বলেন, উদগল হাওর ও ছায়ার হাওরে আমাদের জমি রয়েছে। প্রতি বছরই আমাদের দাবি থাকে জমির প্রকৃত মালিক ও প্রকৃত কৃষকদের দিয়ে পিআইসি গঠনের জন্য। প্রকৃত কৃষকরা পিআইসিতে না থাকলে প্রিওয়ার্কের সময় বিভিন্ন গোষ্ঠী বাঁধের বদলে অপরিকল্পিত বাঁধের প্রকল্প গ্রহণ করিয়ে নেয়। এতে হাওরের ক্ষতি হয় ফসলও ঝুঁকিতে থাকে। তাই আমাদের দাবি ফসলরক্ষা বাঁধের জরিপের সময় কৃষকদের রাখতে হবে। পিআইসিতে দায়িত্ব দিতে হবে প্রকৃত কৃষকদের। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, সুনামগঞ্জের হাওরের কৃষকদের বরাদ্দ লোপাটের জন্য একটি শ্রেণি প্রতি বছর অপেক্ষা করে। তারা ভুয়া, অপ্রয়োজনীয়, অল্প ক্ষতিগ্রস্ত বাঁধেও পুরো বরাদ্দ দিয়ে সরকারে অর্থ লোপাট করে। এটা কোনভাবেই থামানো যাচ্ছেনা। আমাদের দাবি- প্রয়োজন ছাড়া যেন কোন প্রকল্প নেওয়া না হয়। না-হলে হাওরের ক্ষতি হবে, সরকারের অর্থও অপচয় হবে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, এবারের বোরো মওসুমে জেলায় প্রায় ১৩ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার কৃষককেদের বিনামূল্যে বীজ ও সারের ব্যবস্থা করেছে। এছাড়াও আমাদের প্রতিনিধিরা প্রতিনিয়ত মাঠে গিয়ে বোরো চাষাবাদ বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে হাওরে ধান লাগানোর কাজ শুরু হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ ও ফসল রক্ষা বাঁধ নির্মাণ কমিটির জেলা সদস্য সচিব মামুন হাওলাদার বলেন, আমাদের সার্ভেয়াররা মাঠে কাজ করছেন। ইতোমধ্যে তারা ৯২ ভাগ সার্ভের কাজ শেষে করেছেন। ১৫ ডিসেম্বরের মধ্যেই তারা সার্ভের কাজ শেষ করবেন। ১৫ ডিসেম্বর হাওরের বাঁধ নির্মাণকাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, গতকাল জেলায় ৩৮২টি প্রকল্পের অনুমোদন হয়েছে। জেলা কমিটি প্রতিটি উপজেলা কমিটিকে নীতিমালা মেনে গণশুনানী করে প্রকল্প নেওয়ার নির্দেশনা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ