সুনামগঞ্জ , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শান্তিগঞ্জে সভা আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ফসলরক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স অরাজকতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী : কর্নেল ইন্তেখাব হায়দার খান ঐতিহ্যের কুস্তিখেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন দখলকৃত খাল প্রসঙ্গে জামালগঞ্জে বিএনপি’র কর্মীসভা হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুগ যুগ ধরে উন্নয়নবঞ্চিত টাঙ্গুয়ার পাড়ের অর্ধশতাধিক গ্রাম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা ‘হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা বিশ্বম্ভরপুর পিএফজি’র মতবিনিময় সভা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন বালু-পাথর মহাল বন্ধ থাকলে বারকি শ্রমিকরা যাবে কোথায়? ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস কঠোর হস্তে দমনের আহ্বান মেডিকেলে ভর্তি: মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল আবারও বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

বালু-পাথর মহালের ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সভা

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:২০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:২০:১২ পূর্বাহ্ন
বালু-পাথর মহালের ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সভা
বালু-পাথর মহালের বর্তমান ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে সোমবার বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহসাধারণ স¤পাদক জমির মিয়ার পরিচালনায় জিনারপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সিদ্দিকুর রহমান, তাহের মিয়া, আবুল বাশার, আব্দুল ওদুদ, ধোপাজান নদী শাখার আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ। সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলে বছরে সাত-আট মাস জলমগ্ন থাকায় যুগ যুগ ধরে হাওরাঞ্চলের দরিদ্র শ্রমজীবী বারকি শ্রমিক হাতের সাহায্যে বালতি ও বেলচা দিয়ে সনাতন পদ্ধতিতে পাথর-বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছিল। এ সময় বারকি শ্রমিকরা যে পরিমাণ পাথর- বালি আহরণ করতো প্রতি বছর বর্ষায় উজান থেকে নেমে আসা বালি পাথর সেই ক্ষয় পূরণ হয়ে যেত। এলাকার পরিবেশ প্রতিবেশের উপর কোনপ্রকার প্রভাব ছিলনা। তহশিলদারের পরিবর্তে ইজারাদার নিয়োগ দেয়ায় ইজারাদার ১০০ টাকা ইজারা মূল্যের বিপরীতে লক্ষ টাকা মুনাফা লাভের লোভে পাথর বালু মহালে পরিবেশ বিধ্বংসী ড্রেজার-বোমাসহ বিভিন্ন নামের খনন যন্ত্র দিয়ে বালি-পাথর উত্তোলন ও পাড়কাটাসহ হেন অপকর্ম নেই যা করেনি। কিন্তু পরিতাপের বিষয় লুটপাটকারীদের কোনপ্রকার শাস্তির আওতায় অদ্যাবধি আনা হয়নি। সভায় বক্তারা আরও বলেন, লুটপাটের শাস্তি ভোগ করছে এলাকার দরিদ্র বারকি শ্রমিক। লুটপাটের কারণে ধোপাজান বালিমিশ্রিত পাথর মহাল আজ বন্ধ। দরিদ্র বারকি শ্রমিকদের ঘরে দুর্ভিক্ষ। অর্ধাহারে অনাহারে বারকি শ্রমিকরা দিনাতিপাত করছে। বক্তারা সরকারের ইজারা চুক্তিকে লুটপাটের লাইসেন্স উল্লেখ করে বর্তমান ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে বালু-পাথর ক্রয়কেন্দ্র চালুর জোর দাবি জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স