সুনামগঞ্জ , বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে ৩০ ডিসেম্বর শুরু বিপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন : মির্জা ফখরুল ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল : উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি ঢালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে : আসিফ নজরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া আমন ধান কর্তন উদ্বোধন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপণ অভিযান উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা হাসান ২ মাসের জন্য বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি নগদের বিষয়ে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া আমুর আইনজীবীকে মারধর : দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ শিশু মুনতাহা হত্যা : গৃহশিক্ষিকাসহ চার জন রিমান্ডে

এদেশের মানুষ পূর্ণ মুক্তি লাভ করেছিল ৭ নভেম্বর : রিজভী

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৩২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৩২:৪৭ পূর্বাহ্ন
এদেশের মানুষ পূর্ণ মুক্তি লাভ করেছিল ৭ নভেম্বর : রিজভী
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ হচ্ছেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার। আবরার আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে ফ্যাসবুকে পোস্ট দিয়ে যে প্রতিবাদ করেছিল তাকে নির্মম নির্যাতন করে দোতলা থেকে ফেলে দিয়ে হত্যা করা হলো। তার মতো দেশপ্রেমিককে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলতেই পারি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহ¯পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আবরার, মুগ্ধ, আবু সাঈদদের জন্ম হয়েছে। যে দেশের ৩০ লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করতে পারে, মা-বোনেরা বিলিয়ে দিতে পারে তাদের সর্বোচ্চ ইজ্জত। তিনি বলেন, ৫২, ৬৯, ৭১, ৯০ ও ২০২৪ কী অভূতপূর্ব মিল। ২০২৪ সালে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে জাগরিত হয়েছিল। এমন জাতিকে, এমন দেশকে কোনও আধিপত্যবাদী শক্তি দাবিয়ে রাখতে পারবে না। বিএনপির মুখপাত্র বলেন, আজকে যেমন ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলছি, তেমনি ৭ নভেম্বরকে আমরা বলতাম প্রকৃত স্বাধীনতা। ৭ নভেম্বর হচ্ছে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ। সেদিন এদেশের মানুষ পূর্ণ মুক্তি লাভ করেছিল। এই দেশ যে আমাদের দেশের মানুষ, যারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, দেশের জন্য আত্মাহুতি দিয়েছিলেন ১৯৭৫ সালে বাকশাল গঠন করে, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল। বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা মিলে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় বসে মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র। দেশকে করে ছিলেন খাদ্যে স্বয়ং স¤পূর্ণ। সে সময় আওয়ামী লীগের গলায় ফাঁস দিয়ে বাকশাল গঠন করা হয়েছিল সে আওয়ামী লীগ জিয়াউর রহমানের কাছে আবেদন করে রাজনীতিতে ফিরে এসেছিল। আর সে কারণে জিয়াউর রহমানকে ৭ নভেম্বর থেকে হত্যার টার্গেট করা হয়েছিল। জাসাসের সভাপতি হেলাল খান, জাসাস নেতা ইথুন বাবু, জাকির হোসেন রোকনসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ