সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত
দেখার যেন কেউ নেই

রাস্তায় জমে থাকে ড্রেনের নোংরা পানি: চরম ভোগান্তিতে মানুষ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:৪৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০১:০০:০৫ পূর্বাহ্ন
রাস্তায় জমে থাকে ড্রেনের নোংরা পানি: চরম ভোগান্তিতে মানুষ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে ড্রেনের নোংরা পানি উপচে উঠে দীর্ঘদিন যাবত জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আসছে। এতে প্রতিদিন লাখো মানুষ ভোগান্তিতে পড়েছেন। জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন স্থানের লাখো মানুষ মূল শহরে প্রবেশ করেন। উপচে উঠা ড্রেনের নোংরা পানিতে কেউ খালি পায়ে, কেউ জুতা পরে লাফিয়ে লাফিয়ে, কেউ বয়সের ভারে ন্যুব্জ ধীরে ধীরে চলতে হচ্ছে। সুস্থ, অসুস্থ সবাই এই সড়ক দিয়ে চলতে হয়। কারণ নদীর উত্তরপাড়ের এবং আমবাড়ি বা দোয়ারাবাজার উপজেলা থেকে আগতদের একমাত্র সড়কপথ ষোলঘর পয়েন্ট হয়ে মূল শহরে আসা। স্থানীয়রা জানান, এই নোংরা পানির উপর দিয়ে যানবাহন চলাচল করায় নোংরা পানি ছিটকে পড়ে মানুষের গায়ে। এই নোংরা পানি ছিটকে পড়ে সড়ক পার্শ্ববর্তী দোকানে ও মালামালের উপর। এই সড়কে যাতায়াতকারী শিক্ষার্থীর গায়ে নোংরা পানি ছিটে পড়ে। এই নোংরা পানিতে হেঁটে চলতে হচ্ছে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে। এই সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান, প্রদীপ বর্মণ, রুনু বৈদ্য, নিয়ামত মিয়া, লিটন বৈদ্য, শফিকুল ইসলাম, বিশ্ব বণিক ও জীবন মিয়া জানান, ড্রেনের উপচে উঠা নোংরা পানি ছিটকে পড়ে আমাদের দোকান ও মালামাল নষ্ট হচ্ছে। এই সমস্যর সমাধান জরুরি প্রয়োজন। পথচারী লিলু মিয়া বলেন, এই নোংরা পানি পায়ে লাগলে চুলকায়। একদিকে নোংরা পানি, অপরদিকে সড়কের বিভিন্ন স্থানে গর্ত। এই গর্তে গাড়ির চাকা পড়লে পানি ছিটকে গায়ে পড়ে। দীর্ঘদিন ধরে এমন আযাবে আছি। দশম শ্রেণীর শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ পায়ে হেঁটে স্কুলে যাই। এই নোংরা পানি দিয়ে হেঁটে যেতে হয় প্রতিদিন। পায়ে চর্মরোগ দেখা দিয়েছে। এখন চিকিৎসার টাকা পাবো কোথায়? অভিভাবক সুজা মিয়া বলেন, ভাঙা সড়কে জমে থাকা ড্রেনের নোংরা পানিতে যানবাহন চলাচলে যেমন বিপদ, তেমনি সড়কে চলাচলকারীরাও বিপদের সম্মুখীন। সিএনজি চালক স্বাধীন মিয়া বলেন, নোংরা পানিতে গাড়ি যখন চালাই, তখন সবাই বলেন আস্তে চালাও। তবুও পানি ছিটে পড়ে মানুষের গায়ে ও দোকানপাটে। ভাঙা সড়ক থাকায় পানি ছিটে বেশি। ড্রেন এবং সড়কটি সংস্কার জরুরি। চাইল্ড কেয়ার একাডেমির অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমার একাডেমির কয়েকশত শিক্ষার্থী এই নোংরা পানি মাড়িয়ে একাডেমিতে আসা-যাওয়া করে। অভিভাকগণ আমাকে বলছেন নোংরা পানি প্রতিরোধে কিছু একটা করার। কিন্তু আমি এই সমস্যা নিরসনের জন্য গত তিনদিন আগে পৌরসভায় আবেদন দিয়েছি। এখনও কোনো কাজ হচ্ছে না। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, শহরের ষোলঘর পয়েন্টে উপচে উঠা ড্রেনের পানি জমে থাকার বিষয়টি জেনেছি। খুব শীঘ্রই এখানের ড্রেনের সংস্কার কাজ শুরু হবে। আপাতত মানুষ নিরাপদে চলাচলের জন্য ভাল করে ড্রেন পরিষ্কারের ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা