সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন

বালু-পাথরখেকোদের প্রতিরোধ করুন

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন
বালু-পাথরখেকোদের প্রতিরোধ করুন
বিভিন্ন ঘটনায় প্রতিপন্ন হচ্চে যে, সুরমার উত্তপাড়ের ধোপাজান-চলতি নদী বালুপাথর মহালে নিরবচ্ছিন্ন গতিতে বালুপাথর লুট হচ্ছে। এই লুটতরাজ বন্ধের দাবি নতুন কোনও দাবি নয়, দশক তিনেকেরও বেশি কাল আগে থেকেই এই দাবি উত্থাপিত হয়ে আসছে। বিশেষজ্ঞ মহলের কেউ কেউ মনে করেন এই লুটতরাজের সঙ্গে অসাধু আমলা, বিভিন্ন রাজনীতিক দলের কিছু প্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজের অধিপতি শ্রেণির চাঁইরা নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেন এবং নিয়মিত বখরা পেয়ে থাকেন। কারণ এইসব বিশেষ বিশেষ শ্রেণির চাঁই বিশেষরা লুটতরাজের সিন্ডিকেট গড়ে তোলে লুটতরাজ করেন, তার প্রভূত প্রমাণ হাজির করা গেলেও তাদের পক্ষ থেকে প্রতিবাদ ও প্রতিকার করা হয়েছে এমন কোনও নজির হাজির করা যায় না। আমাদের দেশ একটা পুঁজিবাদী দেশ। যে-কোনও পুঁজিবাদী দেশে উদ্বৃত্তশ্রম শোষণ নিশ্চিত করার লক্ষ্যে সমাজের সম্পদশালী অধিপতি শ্রেণি রাজনীতি করে থাকে এবং সমাজে অধিপতি শ্রেণির আধিপত্য জায়মান রাখা অর্থাৎ আধিপত্যের উৎপাদন ও পুনরোৎপাদন সচল রাখার জন্যে সমস্বার্থের সামাজিক শক্তিসমূহের ঐক্য গড়ে তোলে। প-িতেরা সমাজপতিদের এই কার্যকলাপকে ‘ঐতিহাসিক মোর্চা’ বলে অভিহিত করেন। অর্থাৎ দেশের যে-কোনও আর্থনীতিক কর্মকা-ের ক্ষেত্রে (হতে পারে তা কৃষি, শিল্প, গণমাধ্যম, ভূপ্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ ইত্যাদি। অর্থাৎ সামগ্রিক অর্থে সংস্কৃতিসহ উৎপাদনের যে-কোনও ক্ষেত্র) ধরে নেওয়া হয় সমাজের অধিপতিদের মূর্তনির্দিষ্ট আর্থনীতিক স্বার্থ আছে, যে-স্বার্থোদ্ধারের সাপেক্ষে দেশের রাজনীতি প্রতিনিয়ত সক্রিয় থাকে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী অভ্যুত্থানে তাদের অংশগ্রহণের বৈচিত্রিকতার পরিসরে তাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মূর্ত হতে দেখা গেছে ও যাচ্ছে। দেশের বালু-পাথর মহালগুলোও এই আধিপত্য বিস্তারের রাজনীতির আওতামুক্ত নয়। অর্থাৎ ধোপাজান-চলতি বালুপাথর মহাল ব্যতিক্রম হিসেবে সমাজপতিদের আধিপত্য বিস্তারের কর্মকা-বহির্ভূত কোনও ক্ষেত্র নয়। তার প্রতিফলন হিসেবে মহালগুলোতে অদ্যাবধি অবৈধ উপায়ে বালুপাথর উত্তোলনের প্রক্রিয়া বহাল আছে, শত প্রতিবাদ-প্রতিরোধের মুখে, কখনওই বন্ধ হয়ে যায় নি। তাছাড়া এতে করে সুরমার উত্তরপাড়ের এলাকা উত্তরোত্তর প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে এবং বারকিশ্রমিকরা বেকার হয়ে গিয়ে পরিজনসহ উদ্বাস্তু হতে বাধ্য হচ্ছেন। রাষ্ট্রপক্ষের প্রতিনিধিরা এই দায় এড়িয়ে যেতে পারেন না, কোনওভাবেই বা কোনও যুক্তিতেই। আমাদের একটাই দাবি : বালুপাথর মহালগুলোতে ঐতিহাসিক মোর্চা অর্থাৎ বালুপাথরখেকো সিন্ডিকেটের আধিপত্য প্রতিরোধ করুন, ড্রেজার-বোমা মেশিন দিয়ে বালুপাথর উত্তোলন বন্ধ হোক এবং সনাতন পদ্ধতির বালতি-বেলচা-ঝুড়ি সহযোগে বালুপাথর আহরণের পদ্ধতি আবার ফিরিয়ে আনা হোক। এতে করে প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার হওয়ার সঙ্গে ব্যাপক মানুষের কর্মসংস্থান তৈরি হবে, হাজার হাজার মানুষের কষ্টের দামে কয়েকজন ধনকুবেরের ঘরে সুখ বিলাসিতা হয়ে দেখা দেবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ

অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ