সুনামগঞ্জ , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬ জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি পদে নির্বাচন সম্পন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স ডিমের নতুন দাম নির্ধারণ সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাসের হারে সিলেটের চমক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান সাগর-রুনি হত্যা : ১১২ বার পেছাল তদন্ত প্রতিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার বাজারে সবজি সংকট, ডিম ‘উধাও’ কাঁচামরিচের কেজি ৬০০ টাকা! মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি আজ এইচএসসি’র ফল প্রকাশ নাইকো মামলা: খালেদা জিয়াসহ আট জনের সাক্ষ্য গ্রহণ ২২ অক্টোবর সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ ১৫ জুলাই থেকে ৮ আগস্ট অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধে আল্টিমেটাম

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন
লামাকাজি সেতুর টোল আদায় বন্ধে আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি এমএ খান সেতুর টোল আদায় বন্ধে আল্টিমেটাম দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। আগামী ২৬ অক্টোবরের মধ্যে টোল আদায় বন্ধ না করলে ২৭ অক্টোবর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। জানাযায়, ১ মাস ৫ দিন পর ওই সেতুতে টোল আদায় বন্ধ থাকার পর গত বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে টোল আদায় শুরু হয়। বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সহায়তায় টোল আদায় কার্যক্রম শুরু করে সওজ কর্তৃপক্ষ। তবে এই সেতুতে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। রবিবার এক যুক্ত বিবৃতিতে সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সাধারণ স¤পাদক মুহাম্মদ জুয়েল মিয়া, সিলেট মোটর মালিক গ্রুপের সাধারণ স¤পাদক আবুল কাসেম, সিলেট মিনিবাস মালিক গ্রুপের সম্পাদক তারেক চৌধুরী, সিলেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, সুনামগঞ্জ শ্রমিক শাখার সভাপতি সেতু মিয়া, বাস শ্রমিক শাখার সভাপতি বশির মিয়া, গোবিন্দগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল মিয়া ও সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম বলেন, আগামী ২৬ অক্টোবরের মধ্যে লামাকাজি ব্রিজের টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় ২৭ অক্টোবর হতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এমএ খান সেতুর টোল আদায় বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। গত ৫ আগস্টের পর থেকে এ সেতু থেকে কোনো টোল আদায় হয়নি। গত অক্টোবর থেকে পুনরায় টোল আদায় করা হচ্ছে। সিলেট সড়ক বিভাগের সরবরাহ করা তথ্যমতে, টোল আদায় করা হয় এমন সেতুর মধ্যে সবচেয়ে পুরনো সেতু হচ্ছে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলায় অবস্থিত লামাকাজি এম এ খান সেতু। ১৯৮৪ সালে নির্মিত সেতুতে ব্যয় হয় ৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা। ১৯৯০ সালের ৩ আগস্ট থেকে টোল আদায় অব্যাহত রয়েছে। পরিবহন শ্রমিক নেতাদের দাবি, এই সেতু থেকে নির্মাণ ব্যয়ের অন্তত ৭ গুণ বেশি রাজস্ব আদায় হয়ে গেছে। এরপরও টোলমুক্ত হচ্ছে না সেতুটি। তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এম এ খান সেতুকে টোলমুক্ত করার দাবি জানিয়ে আসছি। কেউ শুনছে না। আন্দোলনেও নেমেছি কাজ হয়নি। আমাদের দাবি টোল আদায় বন্ধ যখন হয়েছে; আর যেন চালু হয় না। তবে কর্তৃপক্ষ আবার টোল আদায় শুরু করেছে। এতে শ্রমিক ও এলাকাবাসী আরো ক্ষুব্ধ হয়েছেন। এ নিয়ে পরিবহন মালিক ও শ্রমিকরা আন্দোলনে নামবে। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতিতে সিলেটের বিভিন্ন সেতুর টোল প্লাজায় হামলা ও ভাঙচুর হয়েছে। এ কারণে টোল আদায় বন্ধ ছিল। তিনি বলেন, যেসব সেতুর টোল আদায় নিয়ে আপত্তি আছে, সে বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসতে হবে। সরকার যদি চায় আর রাজস্ব আদায় করবে না, তাহলে করা হবে না। বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স