সুনামগঞ্জ , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬ জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি পদে নির্বাচন সম্পন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স ডিমের নতুন দাম নির্ধারণ সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাসের হারে সিলেটের চমক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান সাগর-রুনি হত্যা : ১১২ বার পেছাল তদন্ত প্রতিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার বাজারে সবজি সংকট, ডিম ‘উধাও’ কাঁচামরিচের কেজি ৬০০ টাকা! মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি আজ এইচএসসি’র ফল প্রকাশ নাইকো মামলা: খালেদা জিয়াসহ আট জনের সাক্ষ্য গ্রহণ ২২ অক্টোবর সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ ১৫ জুলাই থেকে ৮ আগস্ট অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না
বারকি শ্রমিক সংঘের সভা

সরকারিভাবে পাথর-বালু ক্রয়কেন্দ্র চালুর দাবি

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৮:৫৩ পূর্বাহ্ন
সরকারিভাবে পাথর-বালু ক্রয়কেন্দ্র চালুর দাবি
যাদুকাটা ও ধোপাজান নদীতে প্রাণ-প্রকৃতি বিনাশী ড্রেজার ও বোমামেশিন বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ, ইজারা পদ্ধতি বাতিল করে পাথর-বালু মহালে সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালু, পাথর-বালু মহালে ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা প্রবেশ বন্ধ করে ধোপাজান ও যাদুকাটা নদীতে হাওরাঞ্চলের হাজার হাজার বারকি শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে সভা করেছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ। বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সোমবার বিকাল ৪টায় যাদুকাটা নদী সংলগ্ন মিয়ারচর বাজারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. ফরিদ মিয়া, যাদুকাটা শাখা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, সদস্য ওমর আলী, হানিফ মিয়া, শামছু মিয়া, সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুগ যুগ ধরে হাওরাঞ্চরের বারকি শ্রমিকগণ বালতি বেলচা দিয়ে হাতের সাহায্যে পাথর বালি উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছিল। মহাল ছিল পাথর-বালিতে পরিপূর্ণ। বিগত ১৩/১৪ বৎসর যাবৎ প্রশাসনের অসাধু চক্রের সহায়তায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইজারাদার ও ব্যবসায়ীরা স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় ড্রেজার-বোমাসহ পরিবেশ বিধ্বংসী বিভিন্ন নামের খননযন্ত্র ব্যবহার করে মহালগুলো ধ্বংস করে চলেছে। এতে হাজার হাজার বারকি শ্রমিক কর্মহীন হয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা আরও বলেন, ২০০০ সন হতে সকল ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা মহাল এলাকার বাইরে থাকার দাবি জানালেও, প্রশাসন দরিদ্র বারকি শ্রমিকদের দাবি আমলে না নেয়ায় ধোপাজান ও যাদুকাটা নদী হতে বারকি শ্রমিকরা আজ কর্মহীন বেকারত্বের অভিশপ্ত জীবনযাপন করছে। বিপরীতে ধোপাজান ও যাদুকাটা অসাধু সিন্ডিকেটের লুটপাটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সভায় বক্তারা যাদুকাটা ও ধোপাজান নদী হতে এই সকল লুটপাটকারীদের অবিলম্বে উচ্ছেদ করে হাজার হাজার বারকি শ্রমিকদের জীবন ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ইঞ্জিনচালিত সকল স্টিল বডি নৌকা মহাল এলাকার বাইরে রাখার কার্যকরি ব্যবস্থা গ্রহণ, ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে পাথর বালু ক্রয়কেন্দ্র চালু করা, পাথর-বালুখেকো সিন্ডিকেট ভেঙে দিয়ে মহাল এলাকায় পূর্বের ন্যায় সনাতন পদ্ধতিতে পাথর-বালু আহরণে হাজার হাজার বারকি শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স