সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ১৫ পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে অতিষ্ঠ গ্রাহক দিরাইয়ে ইজারাদারের দৌরাত্ম্যে অসহায় কৃষক-মৎস্যজীবীরা শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করুন সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা সুনামগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলায় এক দিনে ১১ জন গ্রেফতার জন্ম ও মৃত্যু নিবন্ধন সুশাসন নিশ্চিত করবে: জেলা প্রশাসক চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই কারাগারে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কয়েকটি সুপারিশ জামিন পাননি সাবেক মন্ত্রী এমএ মান্নান পাহাড়ি ঢলে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত তাৎক্ষণিক ঋণ পেলেন কৃষক ও স্বল্প আয়ের মানুষ দোয়ারাবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশের নিরাপত্তা পরামর্শ দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশের নিরাপত্তা পরামর্শ তথ্য পেলেই কাদের, নানক, হারুনকে গ্রেপ্তার ছাত্রলীগকে ৭ দিনের মধ্যে নিষিদ্ধের আলটিমেটাম পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি ধর্মপাশায় কৃষকদলের আংশিক কমিটি অনুমোদন

বীরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০১:২৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৬:৪০ অপরাহ্ন
বীরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ফুটবল খেলাকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নূর কালামের লোকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। চিকিৎসা নিতে তিনিও সিলেটে গিয়েছেন। সোমবার সকালে উপজেলার বীরগাঁও বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নূরকালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা হলেও এই ঘটনার জের থেকে যায়। এনিয়ে সোমবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। যদিও পুলিশ বলছে আহতের সংখ্যা ৮-১০ জন। এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে ছুড়ে আসা ঢিলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় আট থেকে দশজন আহত হওয়ার খবর পেয়েছি। আরো কিছু আছেন যারা ঢিল খেয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স