সুনামগঞ্জ , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬ জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি পদে নির্বাচন সম্পন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স ডিমের নতুন দাম নির্ধারণ সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাসের হারে সিলেটের চমক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান সাগর-রুনি হত্যা : ১১২ বার পেছাল তদন্ত প্রতিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার বাজারে সবজি সংকট, ডিম ‘উধাও’ কাঁচামরিচের কেজি ৬০০ টাকা! মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি আজ এইচএসসি’র ফল প্রকাশ নাইকো মামলা: খালেদা জিয়াসহ আট জনের সাক্ষ্য গ্রহণ ২২ অক্টোবর সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ ১৫ জুলাই থেকে ৮ আগস্ট অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না

পুকুরে অক্সিজেন স্বল্পতায় মরছে মাছ, কপাল পুড়ছে চাষীদের

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১২:৫৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৬:৫১ অপরাহ্ন
পুকুরে অক্সিজেন স্বল্পতায় মরছে মাছ, কপাল পুড়ছে চাষীদের
আশিস রহমান :: গত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মাছ চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক মাছ চাষীরা। কিন্তু এরমধ্যেই মাছ চাষীদের কাছে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুকুরে অক্সিজেন স্বল্পতা। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ বৃষ্টিপাত হয়। আর এতেই পুকুরে বিষক্রিয়া তৈরি হয়ে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে অনেক পুকুরের মাছ। কোনো কিছু বুঝে উঠার আগেই অনেকের চাষকৃত পুকুরের সব মাছই মরে ভেসে উঠেছে। হঠাৎ বড় ধরনের এমন ক্ষতিতে বিপাকে পড়েছেন দোয়ারাবাজার উপজেলার প্রান্তিক মাছ চাষিরা। প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মাছচাষী দ্বীন ইসলাম। ৭৮০ শতাংশ জমির একটি পুকুরে বাণিজ্যিকভাবে তেলাপিয়াসহ কার্পজাতীয় মাছ চাষ করেছেন তিনি। বড় মাছ বিক্রি করে পুকুরের লিজ, মাছের খাবার খরচসহ অন্যান্য ব্যয় পরিশোধ করার পরিকল্পনা ছিলো তাঁর। কিন্তু সম্প্রতি হঠাৎ করে পুকুরে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে দ্বীন ইসলামের পুকুরের প্রায় ১ টন মাছ। সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে তিনি দেখেন অসংখ্য মাছ মরে ভেসে আছে। মাছচাষী দ্বীন ইসলাম বলেন, মাছ মরে যাওয়ায় লস দিয়ে ১০০ টাকা কেজি পাইকারি দরে বিক্রি করতে হয়েছে। এই লোকসান কিভাবে কাটিয়ে উঠবো জানিনা। শুধু আলীপুর গ্রামের মাছ চাষী দ্বীন ইসলামই নয়, তাঁর মতো দোয়ারাবাজার উপজেলার আরো অনেক মাছ চাষী এ ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই গ্রামের মাছ চাষী জাকির হোসেন ও রফিক মিয়া বলেন, কয়েকদিন আগে আমাদের পুকুরের বিক্রির উপযোগী প্রায় এক মণ বড় মাছ মারা গেছে পুকুরে অক্সিজেন স্বল্পতায়। তাৎক্ষণিকভাবে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো সবসময় টেনশন কাজ করে কখন জানি আবার অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ বলেন, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার মাছ চাষি আমাকে কল দিয়ে তাদের পুকুরে অক্সিজেন স্বল্পতায় মাছ মারা যাওয়ার খবর জানিয়েছেন। এতে মাছচাষীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা তাদেরকে পুকুরের মাছের পরিমাণ কমানোর এবং পানি সরবরাহ বৃদ্ধি করার পরামর্শ দিয়েছি। চাষকৃত পুকুরে পানির তুলনায় মাছের পরিমাণ বেশি থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অক্সিজেন স্বল্পতার সমস্যা দেখা দিচ্ছে। ফলে মাছ মারা যাচ্ছে। এজন্য পুকুরে মাছ এবং পানির পরিমাণ ঠিক রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স