কমিউনিটি প্যারামেডিকদের নিয়ে সেমিনার
রবিবার সকালে শহরতলির ধারারগাঁওস্থ স্যানক্রেড হাসপাতালে আস্থা প্রকল্প ও স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের আয়োজনে কমিউনিটি প্যারামেডিকদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ পলাশ চিছামের পরিচালনায় অনুষ্ঠানে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নবনিযুক্ত নির্বাহী পরিচালক ড. অঞ্জন কুমার চিছাম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন। তিনি কমিউনিটি প্যারামেডিকদের প্রত্যন্ত এলাকায় মানবসেবা প্রদানের জন্য অভিনন্দন জানান। তিনি কমিউনিটি প্যারামেডিকদের কোর্স কারিকুলাম অনুযায়ী সেবা প্রদানের জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্যানক্রেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা ও টিকাদান’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যাক্টিভ ইমিউনিটি,ধরণ, এন্টিজেন ও এন্টিবডি, ইমিউনাইজেশন প্রভৃতি সম্পর্কে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের ৪টি দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন ৪টি বিষয়ে দলীয় আলোচনা করার জন্য দেওয়া হয় এবং পরে প্রত্যেক দলের প্রতিনিধি আলোচনার বিষয় উপস্থাপন করেন। উক্ত সাইন্টিফিক সেমিনারে কমিউনিটি প্যারামেডিক কোর্সে কৃতকার্য এবং প্রত্যন্ত এলাকায় প্র্যাক্টিসরত ২০ জন কমিউনিটি প্যারামেডিকগণ অংশগ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ