সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

হাওরের ফসলরক্ষা বাঁধনির্মাণ ও কৃষকের ‘আশায় বসতি’ প্রসঙ্গে

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৩:০৯ পূর্বাহ্ন
হাওরের ফসলরক্ষা বাঁধনির্মাণ ও কৃষকের ‘আশায় বসতি’ প্রসঙ্গে
‘হাওর বাঁচাও আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (২২ সেপ্টেম্বর ২০২৪) সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, ‘কৃষকের পরামর্শ নিয়েই বাঁধ হবে’। হাওরে বাঁধ নির্মাণ মানে কথিত ‘অকাল বন্যা’য় ফসলডুবির বিপদ থেকে ফসলরক্ষার একটি আর্থনীতিক প্রকল্পের বাস্তবায়ন। সার্বিক বিবেচনায় এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য কৃষককের ঘরে বোরোধান নির্বিঘ্নে তোলে দেওয়ার সুযোগ করে দেওয়া। কিন্তু বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক গঠনবিন্যাসের পরিসর-পরিপ্রেক্ষিতে যে-কোনও কাজের সঙ্গে সেটা পদ্মাসেতু কিংবা একটি শৌাচাগার নির্মাণই হোক না কেন, তাতে কোনও বাছবিচার নেই দুর্নীতির সম্পৃক্ততা থাকেই এবং সেটি এই দেশে একটি স্বাভাবিক প্রবণতা। হাওরের ফসলরক্ষার জন্যে বাঁধনির্মাণ প্রকল্পও তার ব্যতিক্রম নয়। হাওরে বাঁধনির্মাণ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট প্রশাসনিক, রাজনীতিক, ঠিকাদার, ফড়িয়া এবং এমন কি বাঁধনির্মাণ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্ত কেউ কেউ পর্যন্ত বাঁধনির্মাণে সরকারি বরাদ্দের অংশবিশেষ কিংবা সম্ভব হলে পুরোটাই আত্মসাৎ করার অসতোদ্দেশ্য চরিতার্থকরণে জড়িয়ে পড়েন। এই দেশের বর্তমান সমাজসাংস্থিতিক অবস্থা এমন যে, এখানে বিভিন্ন শ্রেণিস্তর পেশার সঙ্গে সংশ্লিষ্ট অর্থলোভী লোকেরা মিলে যে-কোনও ক্ষেত্রে সম্পদ আত্মসাতের সুযোগ সৃষ্টি করতে কার্যত সমাজ-প্রশাসনের উপর তলা থেকে নিচ তলা পর্যন্ত বিস্তৃত অব্যর্থ চক্র গড়ে তোলতে সক্ষম হয় এবং সমাজে কার্যত একটি কাঠামোগত সহিংসতা বিরাজ করে। হাওররক্ষার জন্যে বাঁধ নির্মাণের প্রকল্প সে-কাঠামোগত সহিংসতার বাইরের কোনও কীছু নয়। আমরা জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মহোদয়কে ‘কৃষকের পরামর্শ নিয়েই বাঁধ হবে’ এই প্রতিশ্রুতি প্রদানের জন্যে তাঁকে ধন্যবাদ জানাই। মানুষ আশায় বসতি গড়ে। তাই প্রবাদ আছে ‘যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ’ কিংবা ‘আশায় বসতি’। হাওরের কৃষকেরাও প্রতিনিয়ত প্রশাসনের প্রতিশ্রুতি ও তা রক্ষার আশা করেন। অতীতে ব্যতিক্রম বাদে (জেলা প্রশাসক সাবিরুল ইসলামের কালপর্ব বাদে) সকল সময়েই কোনও না কোনওভাবে হাওরপাড়ের কৃষকের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতির ভরসা প্রতিশ্রুতির চোরাবালিতে পর্যবসিত হয়েছে। এবার কৃষক অন্তর্বর্তী সরকারের কালপর্বে এসে আবার প্রশাসনের প্রতিশ্রুতির প্রতি ভরসা করছেন। এই ভরসা আশা করি নিরাশায় পর্যবসিত হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল