সুনামগঞ্জ , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্ন-আশাবাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না : জেলা প্রশাসক শান্তিগঞ্জে বিএনপি’র কর্মীসভা ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মামলা করায় ভাড়াটে লোক দিয়ে হামলা বিএনপি নেতা মুজিবুর রহমানকে সংবর্ধনা জগন্নাথপুরে ৭ আসামি গ্রেফতার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে মানা ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি: অপচিকিৎসার শিকার রোগীরা সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে : তারেক রহমান ফুটপাত দখলমুক্ত করতে অভিযান কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি বন্যা মোকাবিলায় ভাঙা হবে ইটনা-মিঠামইন সড়ক : ফরিদা আখতার এবার ফেসবুক পেজে হচ্ছে রাধারমণ লোকসংগীত উৎসব ছাতকে মদসহ গ্রেফতার দুই ৫২ বস্তা চিনিসহ গ্রেফতার ২ তৃতীয় বিশ্বযুদ্ধে’র ভয়ঙ্করতা প্রসঙ্গে সুনামগঞ্জ পৌর এলাকা : ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, জনদুর্ভোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫, আহত ৮১৫

প্রথম আলোর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন
প্রথম আলোর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে
স্টাফ রিপোর্টার :: পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। দেশ গড়ায় নেতৃত্ব দিতে হলে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কাজ করতে হবে দেশ ও মানুষের কল্যাণে। সুনামগঞ্জে প্রথম আলোর উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। শনিবার জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এই শিক্ষার্থীরা এবারের এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সুনামগঞ্জ জেলা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সারা দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় পর্যায়ক্রমে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। সকাল ১০টায় মিলানায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরপর দেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সুনামগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক তাজকিরা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাশ, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, অ্যাড. এনাম আহমেদ, সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সরকারি সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক সুতপা রানী সরকার ও আহমেদ নূর আলবাব, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মো. রাজু আহমেদ। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ছিল। সুমন কুমার দাশ তার বক্তব্যে প্রথম আলোর নানা কার্যক্রম তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান। সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স