কৃষক নেতা আজাদ হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে মানববন্ধন
- আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:৪৮:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১১:৪৮:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক, সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এবং হাওর বাঁচাও আন্দোলন নেতা প্রয়াত আজাদ মিয়া হত্যার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) শনিবার বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে আজাদ মিয়া হত্যাকা-কে একটি চাঞ্চল্যকর এবং পরিকল্পিত হত্যাকা- উল্লেখ করে পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
মানববন্ধনে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত, আ ত ম মিসবাহ, আবুল কালাম, মো. রেজাউল হক, নজরুল ইসলাম, আকবর আলীসহ জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আজাদ মিয়া হত্যাকা-ের তদন্ত নিয়ে বিগত ৫ বছরে নানান প্রহসন হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বর্তমান মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক বিগত সরকারের আমলে উনার নিকটাত্মীয় কয়েকজন প্রভাবশালী আমলা এবং স্থানীয় আওয়ামী লীগের একটি দুর্নীতিবাজ মহলের প্রভাব খাটিয়ে বারবার চার্জশীট থেকে নিজের নাম বাদ দিতে সমর্থ্য হন। বক্তারা বলেন, আজাদ মিয়া মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির দপ্তর স¤পাদক ছিলেন বিধায় মামলার তদন্তকারী কর্মকর্তারাও কোনরকম তদন্ত ছাড়াই বারবার চার্জশীট থেকে এজাহারভুক্ত আসামিদের নাম বাদ দিয়ে ন্যায়বিচারের সাথে তামাশা করেছেন।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর ন্যায়বিচারের আশায় বুক বেধে আবার আন্দোলনে নেমেছেন উল্লেখ করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নানান ভয়ভীতি উপেক্ষা করে বিগত ৫ বছর যাবত আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধন করে আজাদ মিয়া হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছি। কিন্তু কোন লাভ হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার সকল গুম, খুন, হত্যার সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে চায়। যেহেতু হাওর আন্দোলন নেতা আজাদ মিয়া হত্যাকা-ও কোন বিচ্ছিন্ন ঘটনা নয় তাই মামলার পুনরায় সঠিক তদন্ত হলে আসল অপরাধীরা বিচারের আওতায় আসবে।
জোর আশাবাদ ব্যক্ত করে আজাদ মিয়ার পরিবারের সদস্যরাও জানান- এতদিন আমরা বিচার পাইনি। ৫বছর যাবত অপরাধীদের হুমকি-ধমকির ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলাম। এখন ফিরে এসেছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি- আজাদ হত্যা মামলার পুনরায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জানা যায়, ২০১৯ সালের ১৪ মার্চ রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন আজাদ মিয়া। পরে ওসমানী মেডিকেলে ১৭ মার্চ মারা যান তিনি। ১৮মার্চ নিহত আজাদ মিয়ার ভাই আজিজ মিয়া বাদী হয়ে মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, উকিল আলী, পাভেল, রিপনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শ্রাবণ নামে একজনকে আটক করে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে। প্রথমে পুলিশ তারপর পিবিআই’র তদন্তের পর বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদনের প্রস্তুতি নিচ্ছেন বাদীপক্ষ।
মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মো. আল আমিন, মো. জামাল, আব্দুল করিম, মনির উদ্দিন, রিপন, আবজল মিয়া সহ নিহতের ভাই মো. আফরোজ রায়হান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ