ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ
- আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১১:০৭:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১১:০৭:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদ পেয়ে বাংলাবাজার বিওপির টহল দল আনুমানিক রাত ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহল দল ৮৮৫ কেজি ইলিশ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ সাড়ে ১২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা পুরোপুরি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগে ১১ সেপ্টেম্বর একই এলাকা থেকে পাচারের সময় ২৭৫ কেজি এবং গত ৩১ আগস্ট তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ৪৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ