সুনামগঞ্জ , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪, আহত ১ জামালগঞ্জে দূর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান

যৌন নিপীড়ন নিবারণ প্রসঙ্গে

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:৪০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১১:৪০:০৮ পূর্বাহ্ন
যৌন নিপীড়ন নিবারণ প্রসঙ্গে
‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নের ঘটনা নতুন নয়। ক্যাম্পাসে নানা সময়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনও গড়ে ওঠে। এমন আন্দোলনে অন্যান্য ক্যাম্পাসকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে বলা যায়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়েই এখনো যৌন নিপীড়নমুক্ত ক্যাম্পাস গড়ে ওঠেনি। ক্যাম্পাসটিতে সাম্প্রতিক সময়ে একের পর এক যৌন হেনস্তার ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন নিরাপত্তাহীনতা খুবই উদ্বেগজনক ও হতাশাজনক।’ এইবাক্য কটি একটি জাতীয় দৈনিকের সম্পাদকীয় থেকে উদ্ধৃত করা হলো। দেশে যৌনতার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সত্যি হলো, বিশেষ একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (যা দেশের সংস্কৃতিবান মানুষের বিচরণক্ষেত্র বলা যায়) কেবল নয় এমন নারী নিপীড়নের ঘটনার শিকার হয়ে সমগ্র দেশের (যেখানে সংস্কৃতিবান মানুষের সংখ্যা কম) নারী ও তার অভিভাবক-স্বজনরা নিরাপত্তাহীনতার দুর্বিষহ দুর্ভোগের মধ্যে আছেন। অর্থাৎ নারীর নিরাপত্তা এখানে অতীতে যেমন ছিল না এখনও নেই। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যে, এক লোক বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গেলে বিক্ষুব্ধ নির্যাতিতা ও তার স্বামী দুজনে মিলে লোকটিকে হত্যা করেন। স্ত্রী লোকটির হাত চেপে ধরেন এবং স্বামী বটি দিয়ে তার গলা কাটেন। বিচারকের কাছে এমন স্বীকারোক্তি স্বামী-স্ত্রী দুজনে দিয়েছেন। এটি নারীর প্রতি যৌনসহিংসার একটি দৃষ্টান্ত। নারীর প্রতি ঘরে-বাইরে সর্বত্র এমন সহিংস সমাজকেই প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষ করছি নারীর সঙ্গে সংঘটিত বিভিন্ন রকমের ঘটনায়। এখানে এমন সব ঘটনার বিস্তারিত বিবরণ ও ব্যাখ্যা-বিশ্লেষণ লিপিবদ্ধ করার অবকাশ নেই। এবংবিধ ঘটনা যা প্রতিনিয়ত ঘটে চলেছে দেশের সর্বত্র তা সমাজে প্রতিষ্ঠিত নারীবিদ্বেষী পুরুষতান্ত্রিক সমাজমানসতাকেই প্রতিপন্ন করে। নারীর উপরে এইরূপ সহিংসতার প্রবণতা প্রতিপন্ন করছে যে, প্রাচীন কালের পুরুষতান্ত্রিকতার অবসান এখনও ঘটেনি বরং তা পুঁজিবাদী ব্যবস্থার হাত ধরে অন্যরকম এক সাংস্কৃতিক অস্ত্রে পর্যবসিত হয়ে শাণিত হয়ে উঠেছে। আমরা মনে করি, নারীর এই হীনাবস্থা ততোদিন পর্যন্ত বিরাজ করবে যতোদিন পর্যন্ত না সমাজ-রাষ্ট্র পরিচালনায় নারীর ক্ষমতায়ন পুরুষের সমান হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য