টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা উদ্ধারে শিক্ষার্থীদের মানববন্ধন
- আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১০:০৪:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:০৪:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে প্রতিষ্ঠানের সামনে শহরের মেইন সড়কে সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের ভবন নির্মাণ হয়েছে দীর্ঘদিন আগে। প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এই জায়গা দিয়ে গেছেন। ওই জায়গা সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। তারা বক্তব্যে বলেন, এসব প্রতিষ্ঠানে অফিসিয়াল কাজ চলাকালে প্রবেশ গেইট খোলা থাকায় বাইরের লোকজন এসে তাদের প্রতিষ্ঠানে নানা সমস্যার সৃষ্টি করে। এই জন্য তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা ফিয়ে আনতে চায়।
মানববন্ধন চলাকালে প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা মানববন্ধন করার জন্য শিক্ষকেরা পাঠিয়েছেন। কিন্তু মানববন্ধনের ব্যানারে উল্লেখ ছিল না কোন প্রতিষ্ঠান অবৈধস্থাপনা নির্মাণ করেছে। শিক্ষার্থীদের জিজ্ঞেস করার পর তারা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের ভবনের জায়গা সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দাবি করে।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এই সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নানা অনিয়ম রয়েছে। শিক্ষার্থীরা এসে অবসর সময় কাটায়। খেলাধূলা ও আনন্দ উল্লাস করে। যার ফলে প্রতিষ্ঠানে ভাল লেখাপড়া হয় না। শিক্ষকেরা ও নিয়মিত আসেন না। প্রিন্সিপাল তিনি মনগড়া আসা যাওয়া করেন প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের একটি নির্মাণাধীন নতুন ভবনের কাজও চলছে নি¤œমানের।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাবের আহমদ, সামিয়া আক্তার, ফারুক আহমদ, তাহসিন মিয়া, নাহিদা আক্তার, নিহা বেগম, রাহুল মিয়া, উসামা বেগম, সুমাইয়া আক্তার, তাছলিমা বেগম, চাঁদনী বেগম, জোনাকী আক্তার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ