জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
- আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১০:০০:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:০০:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের নেতৃত্বে জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহির আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম তুলিফ, প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি, জেলা ছাত্রসমাজের সভাপতি এমদাদুল হক দিলরব, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুল হক, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ মহরী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ