টিলা কেটে সরকারি জায়গায় ইউপি চেয়ারম্যানের বহুতল মার্কেট
- আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:১২:৪৪ পূর্বাহ্ন
ছবি: নির্মাণকৃত দালান
শহীদনূূর আহমেদ, দোয়ারাবাজার থেকে ফিরে :: টিলা কেটে সরকারি জমিতে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের বিরুদ্ধে। ইউনিয়নের টেবলাই বাজারে ব্রিটিশের সড়কের পূর্ব পাশে এই মার্কেটে নির্মাণকাজ করছেন চেয়ারম্যান ও তার স্বজনরা। সরকারি জায়গার আকার আকৃতি পরিবর্তন করে মার্কেট নির্মাণে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। একজন জনপ্রতিনিধির এমন কাজে নিন্দা জানিয়েছেন সচেতনমহল। সরেজমিনে দোয়ারাবাজার উপজেলা টেবলাই বাজারে গিয়ে দেখা যায়, সরকারি টিলা কেটে সমতল করে নির্মাণ করা হচ্ছে ৩ তলাবিশিষ্ট ভবন। যে ভবনের চারটি করে কক্ষ রয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান আব্দুল হামিদ ও তার মেয়ের জামাই এই ভবন নির্মাণ করছেন। তারা এলাকার প্রভাবশালী বলে জানান তারা। স্থানীয় বাসিন্দা মুকুল মিয়া বলেন, সারা বাজার খাস। চেয়ারম্যানের জায়গাও খাস জমি। সবে ঘর বানার চেয়ারম্যানও ঘর বানাইতাছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, যতদূর জানি সরকারি জায়গায় স্থায়ী ভবন তৈরি করতে হলে অনুমোদনের প্রয়োজন। এখানে চেয়ারম্যান ভবন করছেন তিনি অনুমতি আনছেন কি-না আমরা জানিনা। তবে সরকারি জায়গায় ভবন হবে অনুমতি নেয়া প্রয়োজন বলে মনে করেন এই বাসিন্দা। সরকারি জায়গায় ভবন তৈরির সত্যতা স্বীকার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, সারা বাজার এলাকা খাস। আমি যেখানে মার্কেট করতেছি সেটাও খাস। চেয়ারম্যান হিসেবে সরকারি জায়গায় ভবন তোলা আইনবিরোধী হলেও আমরা অনেকবার বাজারে ভিটার মালিকানা নিয়ে ভূমি অফিসে আবেদন করেছি। আমি প্রভাব খাটিয়ে ভবন তুলছি না। সবাই জানে আমি কেমন। আমার সাথে আরও দুয়েকজন মালিক রয়েছেন এই ভবন তোলার সাথে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এসিল্যান্ড পাঠিয়ে চেয়ারম্যানকে কাজ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। যদি তিনি নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ