সুনামগঞ্জ , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু সহনশীল প্রকল্পে লক্ষ্য পূরণ হয়নি, বিদেশ সফরেই প্রকল্প সারা সুনামগঞ্জ সদর হাসপাতাল : আউটসোর্সিংয়ে কর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাজারো নেতাকর্মী নিয়ে অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ আজ পবিত্র আশুরা সিলেটে ৫ দফা দাবিতে পণ্য পরিবহন ধর্মঘট বিগত সময়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে অবহেলা করা হয়েছে : ড. খ. ম. কবিরুল ইসলাম খাসিয়ামারা নদী ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে শত শত পরিবার পৌর শহরে রিকশা ভাড়ায় নৈরাজ্য : বিপাকে সাধারণ মানুষ আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ফেব্রুয়ারি ঘিরেই বিএনপি’র প্রস্তুতি ছয়মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৭৮ জন দিরাইয়ে দুই পদের বিপরীতে বিএনপির ১৬০ জনের আবেদন ‘মব’ আমাদের সংস্কৃতির অংশ নয় দেড় কোটি টাকার বরাদ্দে নয়ছয় জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু জনউদ্যোগের জনসচেতনতামূলক ক্যাম্পেইন জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারী আটক
হাওর উন্নয়ন অধিদপ্তরের কর্মশালা

হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:২৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:২৪:০৭ পূর্বাহ্ন
হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক
সামছুল ইসলাম সরদার :: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরা আমাদের ভাটি অঞ্চলের হাওর, নদী ও জলাশয়। হাওরে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। হাওরের মাছ, ধানসহ প্রাকৃতিক সম্পদ রক্ষায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এসব উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে আপনাদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ নিতেই আজকের কর্মশালা। পলিতে ভরে যাওয়া নদী ও হাওর খনন পরিকল্পনা, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের ধান চাষ, বৃক্ষরোপণ, হাওরের জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনাদের সুপরামর্শে ও সবার মতামতের ভিত্তিতে হাওর ও জলাভূমি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে আমাদের হাওর, নদী, জলাশয় ও জীববৈচিত্র রক্ষায় কর্মসূচি গ্রহণ করবো। তিনি বলেন, আমরা সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণায় রিজিওনাল অফিস করেছি। হাওরের ৭টি জেলায় আমরা কাজ করে যাচ্ছি। আজ আপনারা আপনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে যে পরামর্শ ও প্রস্তাবনা দিয়েছেন, এসব প্রস্তাবনা ও পরামর্শ আমাদের কাজের গতিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি আশাবাদী আমরা সবাই মিলে আমাদের হাওর নদী ও জলাশয় ও জীববৈচিত্র রক্ষায় সফলভাবে এগিয়ে যাবো। বুধবার গ্রামীণ জনকল্যাণ সংসদ দিরাইয়ের আয়োজনে এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় পৌরশহরের বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে ‘হাওরের ১০০ বছর ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রামীন জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জের সহকারী কমিশনার এস এম ইয়াসির আরাফাত, হাসিবুল হাসান, প্রফেসনাল এসোসিয়েট লিমিটেডের স্থপতি মঞ্জুর কাদের, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক কুদরত পাশা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, হাওর বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ। বক্তারা নদী খনন, হাওর রক্ষা বাঁধের দুর্নীতি প্রতিরোধ, জাল যার জলা তার এ আইনের সঠিক বাস্তবায়ন এবং হাওরের জীববৈচিত্র রক্ষায় উন্নয়ন প্রকল্প গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জলবায়ু সহনশীল প্রকল্পে লক্ষ্য পূরণ হয়নি, বিদেশ সফরেই প্রকল্প সারা

জলবায়ু সহনশীল প্রকল্পে লক্ষ্য পূরণ হয়নি, বিদেশ সফরেই প্রকল্প সারা