স্টাফ রিপোর্টার ::
জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের ইনছানপুর গ্রামে গত ১৫ জানুয়ারি জুয়েল মিয়া ও আজিম উদ্দিনের পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এতে জুয়েল মিয়ার পক্ষের মহিলাসহ প্রায় ১০ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সংঘর্ষের পর জুয়েল মিয়ার ভাই মামলার বাদী হয়ে আজিম উদ্দিন, রুয়েল মিয়া, একরাম হোসেন, রেফাজ, রিয়াজ উদ্দিন, আফাজ উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল আলী, নিজাম উদ্দিন, তাজলিম উদ্দিন, রতন, শেফাজ, মহারাজ ও তোফায়েলকে বিবাদী করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ : ২৪/০১/২০২৬)।
মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্ব বিরোধের জেরে জুয়েল মিয়া আপোষের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওইদিন বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আহতদের মধ্যে দুই মহিলা ও দুজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সিদ্দিক আহমদ জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রেফাজ উদ্দিন (৩০)-কে লালপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় উভয় পক্ষের মামলা রয়েছে এবং কয়েকজন জামিনে রয়েছেন।
থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ১
- আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১০:০৪:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:০৫:৪৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ